কেমন যাবে আপনার এই মাসের অন্তিম সপ্তাহটা? কী পাবেন আর কী হারাবেন? কোন রঙ দেবে ভরসা? কোন লগ্নর জন্য অপেক্ষা করছে কি ফলাফল? জানতে দেখুন বিখ্যাত জ্যোতিষী অরূপ ভট্টাচার্য্যর কলমে সাপ্তাহিক লগ্নফল।
মেষঃ কর্মে কিছু ইঙ্গিত। অর্থচিন্তা। বাধাবিঘ্ন। বিষাদ। শিক্ষায় ফাঁকি। প্রেমে আকর্ষিত করবে। দাম্পত্যে সমঝোতা। ভুল বোঝাবুঝি। ব্যয়। ক্রোধ। হতাশা। শনিবার গুরুত্বপূর্ণ করমাদি করুন।
বৃষঃ আর্থিক দুশ্চিন্তা ভাবাবে। কর্মে চিন্তা। পরিচিতদের জন্য কষ্ট পাবেন। প্রেমে কষ্ট। দাম্পত্যে কলহ। শত্রুবৃদ্ধি। নানা বিষয়ে উত্তেজিত হবেন। বাধার মধ্যে দিয়ে যাবেন। অশান্তি। বিনিয়োগ নিয়ে চিন্তাবৃদ্ধি। ব্যায়বৃদ্ধি। দুর্ভাবনা। অশান্তি। ঠকতে পারেন। লাল রঙ বর্জন করুন।
মিথুনঃ অর্থাগম। উন্নতি। জেদ। হঠাৎ ব্যায়বৃদ্ধি। শখের জন্য খরচ। দাম্পত্যে ভোগসুখ। বিজয়। ভ্রমণ বা দূরে যাওয়ার চিন্তা। স্পষ্ট বক্তব্য। নানা উদ্যোগ। বিজয়ী হবেন। পরিচিতি বাড়বে। হতাশা।
কর্কটঃ কর্মে উন্নতি। লাভ। বিজয়। খ্যাতি। নতুন সমস্যা। প্রেম উত্তেজিত করবে। দাম্পত্যে বিষাদ। সাহসীকতা। পরিচিতি হতে লাভ। হঠাৎ ঠকে যেতে পারেন। সমালোচিত হবেন। নিজের দক্ষতা ও চেষ্টায় উন্নতি ও প্রাপ্তি।
সিংহঃ পারিবারিক উত্তেজনা। মায়ের জন্য চিন্তা। আয়। কর্মে কিছু শুভ ইঙ্গিত। প্রেমে যোগাযোগ। শত্রুতা। নতুন কিছুর ভাবনা। পরিচিতদের ব্যবহারে কষ্ট। ভ্রমণ চিন্তা। নিজের চেষ্টায় উন্নতি। চিন্তা বাড়বে। মনঃকষ্ট।
কন্যাঃ ধনাগম। দুশ্চিন্তা। প্রেমে যন্ত্রণা। দাম্পত্যে অশান্তি। ভয়। খরচ চিন্তায় রাখবে। সঞ্চয়। সাহসী ভাবনাচিন্তা। সঞ্চয় করার উদ্যোগ। মানসিক কষ্ট। পরিচিতি বাড়বে। যোগাযোগ বৃদ্ধি। কর্মে বাধার মধ্যে দিয়ে অগ্রগতি।
তুলাঃ কর্মে শুভ ইঙ্গিত পাবেন নিজের চেষ্টায়। অর্থলাভ। আয়। বাধা। হতাশা। প্রেমরোগ। নিজের সাহস ও চেষ্টায় উন্নতি। দাম্পত্যে বিরোধ। সম্ভবস্থলে বিবাহচিন্তা। ভুল বোঝাবুঝি। ভয়। উত্তেজনা। ব্লু রঙ বর্জন করুন।
বৃশ্চিকঃ যোগাযোগ বৃদ্ধি। কর্মে চাপ ও উদ্বেগ। মনঃকষ্ট। প্রেমে অশান্তি বাড়বে। বিদ্যার্জনে বাধা। শত্রু উপদ্রব। অর্থচিন্তা। আর্থিক সমস্যা। খরচ বৃদ্ধি। বাধা। নানা দুশ্চিন্তা। প্রাপ্তিতে বাধা। লাল রঙ রক্ষা করবে।
ধনুঃ বাধা। ধনচিন্তা। উত্তেজনা। প্রেমের আকর্ষণ উত্তেজনা বাড়াবে। দাম্পত্যে মিলন। গুপ্ত শত্রুতা। শেয়ারে আগ্রহ। পরিবর্তন। বাধাবিঘ্ন। ভ্রমণ উদ্যোগ। সঞ্চয়ের ইচ্ছা বাড়বে। সাদা রঙ রক্ষা করবে।
মকরঃ নব উদ্যোগ। ধনলাভ। ফাঁড়া। কর্মে চাপ ও উদ্বেগ। শত্রু বাড়বে। সাহসী ভাবনাচিন্তা। বাধা। উত্থানপতন। জেদ। প্রেমে বিবাদ। দাম্পত্যে ভোগসুখ। খরচ চলবে।
কুম্ভঃ নতুন ভাবনাচিন্তা কিছু করার। কর্মে উত্তেজনা। প্রেম যোগাযোগ বাড়ানোর চেষ্টা। দাম্পত্যে সমঝোতা। ধনচিন্তা পিছু নেবে। মানসিক যন্ত্রণা। ভুল বোঝাবুঝি। শত্রুতা। ষড়যন্ত্র। আশংকা। সম্পত্তির বিষয় কিছু চিন্তা।নীল রঙ পূর্ণরূপে বর্জন করুন।
মীনঃ বাধা। গুপ্তশত্রু সচেষ্ট হবে। বিদ্যার্জনে অগ্রগতি। প্রেমে উন্মাদনা। বিপরীত লিঙ্গের প্রতি তীব্র আকর্ষণ। পরিবর্তন। কর্মে চাপ ও বাধা। হঠাৎ বাধা। নানা দুশ্চিন্তা। ভোজন সুখ। ভ্রমণ চিন্তা। খরচ বৃদ্ধি।
Facebook Comments