কেমন যাবে আপনার এই মাসের অন্তিম সপ্তাহটা? কী পাবেন আর কী হারাবেন? কোন রঙ দেবে ভরসা? কোন লগ্নর জন্য অপেক্ষা করছে কি ফলাফল? জানতে দেখুন বিখ্যাত জ্যোতিষী অরূপ ভট্টাচার্য্যর কলমে সাপ্তাহিক লগ্নফল।
মেষঃ যোগাযোগ বৃদ্ধি। আমোদপ্রমোদ। পানভোজন। খরচ। পারিবারিক আনন্দ। আত্মীয়দের সাথে মিলন। মানসিক অশান্তি। অর্থচিন্তা। শখের জন্য খরচ। প্রেমের আনন্দ। সম্ভবস্থলে বিবাহের ভাবনাচিন্তা। খরচ নিয়ে চিন্তা। শুভ রঙ লাল।
বৃষঃ আমোদপ্রমোদ। আনন্দ ভ্রমণ। পেটপুজো। পারিবারিক সুখ ও মানসিক কষ্ট। কলহ। শত্রুবৃদ্ধি। মতবিরোধ। শারীরিক রোগবৃদ্ধি। হঠাৎ আঘাত পেতে পারেন। অর্থকষ্ট। অতৃপ্তি। প্রেমে কষ্ট বা বিবাদ বা ভুল বোঝাবুঝি।
মিথুনঃ প্রেমের জোয়ারে ও আকর্ষণে ভাসতে পারেন। হতাশা। পানভোজন। গুপ্ত সম্পর্কে জড়াতে পারেন। শখ মেটাতে খরচ। বন্ধুবান্ধবদের সঙ্গে আমোদপ্রমোদ। দাম্পত্যে প্রেম। কষ্ট। আনন্দ। ব্যয়বৃদ্ধি। ভ্রমণে আনন্দ। সুখ। শত্রুজয়।
কর্কটঃ আনন্দ। ভ্রমণ। ব্যয়বৃদ্ধি। পরিচিতি বৃদ্ধি। প্রেমের চিন্তা ভাবাবে। দাম্পত্যে বিবাদ। অতৃপ্তি। মিষ্টি কথা। বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দ। আশা-আকাঙ্খা বাড়তেই থাকবে। জেদ। লাল রঙ পজিটিভিটি বাড়াবে।
সিংহঃ ভ্রমণ চিন্তা। । অর্থব্যয়। প্রেমের দুশ্চিন্তা। পারিবারিক চিন্তা। ভয়। কর্মে কিছু শুভ ইঙ্গিতের আভাস। দাম্পত্যে সমঝোতা। পরিচিতি হতে লাভ। হতাশা। বাধা। ধনচিন্তা। বন্ধুবান্ধবদের সঙ্গে আমোদপ্রমোদ।
কন্যাঃ অর্থচিন্তা। উদ্বেগ। হঠাৎ প্রাপ্তি। প্রেমে কষ্ট। দাম্পত্যে অশান্তি। স্পষ্ট বক্তব্য। কর্মে বাধার মধ্যে দিয়ে কিছু অগ্রগতি। অন্তরকষ্ট। খরচ কমবে না। নতুনত্বের ভাবনা। খাওয়াদাওয়া। অতৃপ্তি। মানসিক যন্ত্রণা। আর্থিক অতৃপ্তি ভাবাবেই।
তুলাঃ পারিবারিক শুভ। মানসিক অশান্তি। অবসাদ। ধনচিন্তা। ব্যয়। চিন্তা। খরচ চলবে। নতুন উদ্যোগ। বাধা। অপ্রত্যাশিত লাভ। মানসিক চিন্তা। প্রেম বাড়তেই থাকবে। দাম্পত্যে প্রেম।
বৃশ্চিকঃ বাধা। স্বাস্থ্য চিন্তা। খরচ চিন্তা বাড়াবে। দাম্পত্যে বিবাদ ও মিলন। পারিবারিক শুভ। কর্মে উন্নতি ও বিঘ্ন। পরোপকার। হতাশা। ভুল বোঝাবুঝি। অতৃপ্তি। প্রেম বিরহ বাড়বে। কিছু শুভফল।
ধনুঃ পারিবারিক সুখ। কর্মোন্নতি। অর্থন্নতি। ভাগ্যন্নোতি। সৌভাগ্য। আনন্দ। শত্রুজয়। আমোদপ্রমোদ। হঠাৎ প্রাপ্তি। পরিচিতি হতে লাভ। লাল অতি শুভ রঙ।
মকরঃ কর্মোন্নতির আভাস। প্রেমে অতৃপ্তি। দাম্পত্যে সুখ। বিবাদ। কম কথাবার্তা। উদ্যোগ বৃদ্ধিতে সাফল্য। শুভ ইঙ্গিত। আনন্দ। খাওয়াদাওয়া। বাধাবিঘ্ন। খরচ। শখ পূরণ। গোপন ভোগসুখ।
কুম্ভঃ নানা চিন্তা। দুর্ভাবনা। অতৃপ্তি। অশান্তি। বাধার মধ্যে দিয়ে যেতে পারেন। নতুন কিছু করার উদ্যোগ। ভয়। অবসাদ। বাধার মধ্যে দিয়ে যাবেন। পারিবারিক চিন্তা। সাফল্যে বাধা। জীবন যুদ্ধে হার না মানার লড়াই।
মীনঃ বাধা। ষড়যন্ত্র। পারিবারিক অশান্তি। মানসিক অতৃপ্তি। উদ্যোগে বাধা।শত্রুতা। মতবিরোধ। মানসিক দৃঢ়তা। ভোগবাসনা বৃদ্ধি। সত্য কথায় শত্রু বাড়বে। বিপরীত লিঙ্গের প্রতি তীব্র আকর্ষিত হবেন। লাল ও গোলাপি অতি অশুভ। ফললাভে বিলম্ব। মানসিক যন্ত্রণা। খরচ হতেই থাকবে। দাম্পত্যে বিবাদ। প্রেম মরীচিকা বুঝে যাবে।
Facebook Comments