কেমন যাবে আপনার এই মাসের অন্তিম সপ্তাহটা? কী পাবেন আর কী হারাবেন? কোন রঙ দেবে ভরসা? কোন লগ্নর জন্য অপেক্ষা করছে কি ফলাফল? জানতে দেখুন বিখ্যাত জ্যোতিষী অরূপ ভট্টাচার্য্যর কলমে সাপ্তাহিক লগ্নফল।
মেষঃ কর্মে অগ্রগতি। ভ্রমণ চিন্তা। কিছু ধনপ্রাপ্তি। ব্যয় চলবে। প্রেমের উন্মাদনা। দাম্পত্যে ভালোবাসা। পরিচিতি বৃদ্ধি। নানা মানুষের সহযোগিতা। পারিবারিক সুখ। বাধার মধ্যে দিয়ে অগ্রগতি। শুভ ইঙ্গিত। লাল রঙ শক্তি দেবে।
বৃষঃ সম্পদ ও সম্পত্তিগত কেনাবেচার চিন্তা। কর্মে বিঘ্ন। পরিচিতদের সহযোগিতা। অর্থক্ষয়। সাহস। প্রেমে বিড়ম্বনা। দাম্পত্যে বিরহ। শত্রুভয়। নিম্নাঙ্গের পীড়া। পানভোজন। ভোগবাসনা। বিপরীত লিঙ্গের মানুষের প্রতি তীব্র আগ্রহ।
মিথুনঃ ভ্রমণ চিন্তা। অর্থাগম। কর্মে শুভ ইঙ্গিত। হঠাৎ পরিবর্তন। বাধাবিপত্তি। আর্থিক চিন্তা। ব্যয়বৃদ্ধি। প্রেমে অস্থিরতা। দাম্পত্যে সমঝোতা। মানসিক অস্থিরতা। পরোপকার। উদ্বেগ। নানা দুশ্চিন্তা। সঞ্চয় চিন্তা।
কর্কটঃ ধনাগম। কর্মোন্নতি। পদন্নোতি না প্রমোশন। প্রেমে বাসনা বাড়তেই থাকবে। দাম্পত্যে মিলন। নিজ প্রতিভার প্রকাশ। ভালোবাসার উত্তেজনা বৃদ্ধি। পারিবারিক শুভ। শত্রুবিজয়। সাফল্য। প্রাপ্তি। সম্পত্তি বৃদ্ধির ভাবনা। লাল রঙ অতি শুভ।
সিংহঃ নতুন চিন্তা। রাগ ও জেদ। পারিবারিক শুভ। সম্পত্তি কেনাবেচার ভাবনা। শখের জন্য খরচ। শত্রুতা। ধনাগম। বিজয়। স্বাস্থ্যহানি। নানা দুশ্চিন্তা। লাভ। প্রেমে যোগযোগ বৃদ্ধি। দাম্পত্যে মিলন।
কন্যাঃ খরচ। কর্মে শুভাশুভ। শত্রু বিজয়। প্রেমে কষ্ট। বিপরীত লিঙ্গের মানুষদের প্রতি তীব্র আকর্ষণ। দাম্পত্যে হতাশা। শত্রুজয়। নানা চিন্তা। নব উদ্যোগের ভাবনাচিন্তা। মানসিক অশান্তি। নতুন প্রাপ্তি। আর্থিক উন্নতি। বাধা।
তুলাঃ কর্মোন্নতি। অর্থন্নতি। ভাগ্যোন্নতি। শত্রুবিজয়। ধনবৃদ্ধি। সম্মান লাভ। সুখ। প্রেমের খোঁজ। দাম্পত্যে প্রেম। হঠাৎ অশান্তি। পানভোজন। নব দ্রব্যাদি ক্রয়।
বৃশ্চিকঃ কর্মোন্নতি। ধনাগম। শত্রুবিজয়। প্রেমে কষ্ট বৃদ্ধি। দাম্পত্যে প্রেম বাড়বে। হঠাৎ কলহে জড়িয়ে পড়তে পারেন। কারোর সাথে মতবিরোধের সম্ভাবনা। স্পষ্ট বক্তব্য। ফলপ্রাপ্তিতে বিলম্ব। সম্পত্তি কেনাবেচা বা সংস্কার। লাল রঙ শুভ। ভবিষ্যতে আরো সুফল পাবেন।
ধনুঃ বাধার মধ্য দিয়ে অগ্রগতি। হতাশা। শুভাশুভ মিশ্রফল। কিছু কর্মভিত্তিক শুভ ইঙ্গিত দেখতে পারেন। প্রেম উন্মাদনা বাড়বে। দাম্পত্যে প্রেম ও মিলন। পারিবারিক শুভ। শত্রু হতে সচেতন থাকুন। নানা চিন্তা। সাহস। খরচ। সঞ্চয় চেষ্টা।
মকরঃ বাধা। ফাঁড়া হতে সাবধান। শত্রু উপদ্রব। গুপ্তপ্রেম। দাম্পত্যে ঝগড়া। মানসিক অশান্তি। অতৃপ্তি। বিষাদ। আর্থিক খরচ বাড়বে। ধনচিন্তা ভাবাবেই। অসফলতা ও ফললাভে বাধা ও বিলম্ব। মতবিরোধ/বিবাদে জড়িয়ে পড়তে পারেন।
কুম্ভঃ পরিচিতি হতে লাভ। অর্থচিন্তা। কর্মে শুভারম্ভ। ধনচিন্তা। মানসিক অশান্তি। ফললাভে বাধা। প্রেমের উন্মাদনা। দাম্পত্যে ভোগসুখ। সাহসীকতা, আত্মবিশ্বাসের অভাবে সুযোগ নষ্ট করতে পারেন। নব উদ্যোগ। জেদ। যোগাযোগে বা কমিশনের সূত্রে লাভ বা প্রাপ্তি।
মীনঃ ধনচিন্তা। আর্থিক উৎকণ্ঠা। পরিচিতদের ব্যবহারে মানসিক যন্ত্রণা। প্রেম মরীচিকাসম মনে হবে। দাম্পত্যে অশান্তিযোগ। স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হতে পারেন। রোগবৃদ্ধি। অকারণ বিরুদ্ধাচরণের সম্মুখীন হবেন। শত্রু হতে সাবধান। ভ্রমনচিন্তা। লোন করার বিষয়ে ভাবতে পারেন। অতৃপ্তি গুলি কষ্ট হবে। নীল ও লাল রঙ ব্যবহার বর্জন করুন।
Facebook Comments