এই সপ্তাহে ভাগ্যের ব্যাঙ্কে কি অপেক্ষা করে রয়েছে আপনার জন্য। কর্মস্থলে হতাশা কাটবে নাকি বেড়েই চলবে? পারিবারিক অশান্তি থেকে কি মুক্তি মিলবে? কি হবে আপনার কেরিয়ারের ভবিষ্যৎ? জানতে দেখুন বিখ্যাত জ্যোতিষী অরূপ ভট্টাচার্য্যর কলমে সাপ্তাহিক লগ্নফল।
মেষঃ ধনাগম। কর্মে শুভ। গুপ্তশত্রু হতে সাবধান। সৌখিন মানসিকতা। পারিবারিক আনন্দ। ভোজন চিন্তা। সম্ভবস্থলে বিবাহযোগ। পরিচিতি হতে লাভ। প্রেম উন্মত্ত করবে। বিনিয়োগ। অবসাদ। নীল রঙ শুভ।
বৃষঃ নতুন শুরু। পরিচিতি বাড়বে। নানা উৎকন্ঠা। গুপ্তশত্রু সংখ্যা বৃদ্ধি। প্রেমে কষ্ট বৃদ্ধি। দাম্পত্যে হতাশা ঘিরে ধরবে। অশান্তি বৃদ্ধি। আর্থিক উৎকন্ঠা। কিছু শুরুর উদ্যোগ। ভয়। নানা পরিকল্পনা। বিলম্ব।
মিথুনঃ ধনাগম। সাফল্য। ফললাভে বিলম্ব। প্রেমে বিচিত্র অভিজ্ঞতা। সম্পর্কের আকর্ষণ। দাম্পত্যে ভালোবাসা। সহযোগিতা পাবেন। কর্মে শুভাশুভ ফল। শত্রুবিজয়। পরিবর্তন বিষয়ে ভাববেন। আনন্দ। লাল ও হলুদ অতি শুভ রঙ।
কর্কটঃ ধনাগমের ইঙ্গিত। দাম্পত্যে বিরহ। বাধা। সম্পত্তিগত শুভ। প্রেমে কষ্ট বৃদ্ধি। মানসিক জোর। গৃহে উৎসব অনুষ্ঠান পরিকল্পনা। ব্যবসায় ক্ষতি। বাধা। সমালোচনা। সাদা অতি শুভ রঙ। শুক্রবার গুরুত্বপূর্ণ করমাদি করুন।
সিংহঃ পারিবারিক দুর্ভাবনা। কর্মে শুভাশুভ মিশ্রফল। নতুনত্বের উদ্যোগ। মানসিক শুভ। প্রেমে অপেক্ষা। দাম্পত্যে মিলন। মানসিক সহানুভূতি শীলতা। নানা পরিকল্পনা। বাধার মধ্য দিয়ে অগ্রগতি। যোগাযোগ হতে লাভ। ভ্রমণ ভাবনা। । মিষ্ট ব্যবহারে কর্য্যসিদ্ধি।
কন্যাঃ ধনাগমের সম্ভাবনা দেখতে পারেন। আর্থিক চিন্তা। কর্মে বাধার মধ্যে দিয়ে অগ্রগতি। খরচ বৃদ্ধি। হঠাৎ লাভ। শত্রু হতে সাবধান। প্রাপ্তি। পরিকল্পনা করে এগোবেন। প্রেমের উন্মাদনা বাড়বে। দাম্পত্যে অশান্তি বৃদ্ধি। ধনচিন্তা ও অতৃপ্তি। কিছু শুভফল লাভ।
তুলাঃ ধনাগম। কর্মে নিজ উদ্যোগ। অগ্রগতি। প্রেমের আকর্ষণ। দাম্পত্যে প্রেম। অতৃপ্তি। বিনিয়োগ বৃদ্ধি। সম্ভবস্থলে বিবাহের যোগ। নব উদ্যোগ। শত্রুজয়। লাভ। নব যোগাযোগ। লাল রঙ বর্জন করে চলুন। সাফল্য। সঞ্চয়ের উদ্যোগ।
।
বৃশ্চিকঃ ধনলাভ। খরচ। অর্থচিন্তা বাড়াবে। ব্যয়। প্রেমে কষ্ট। দাম্পত্যে সমঝোতা। শত্রু উপদ্রব। ধনলাভ। পরিচিতদের সহযোগিতা। গুপ্ত ষড়যন্ত্রের শিকার হতে পারেন। লাল রঙ বর্জন করুন। কিছু হতাশা ও অতৃপ্তি।
ধনুঃ পারিবারিক শুভ। প্রেম। কর্মোন্নতি যোগ। সৌভাগ্য। শত্রুবিজয়। নানা প্রাপ্তি। পরিচিতি হতে লাভ। সাফল্য। ধনাগম। লাভ। লাল রঙ অতি শুভ। নীল রঙ বর্জন করে চলুন। বাধা।
মকরঃ কর্মোন্নতি। অর্থলাভ। খরচ দুশ্চিন্তা বাড়াবে। পরিচিতদের সহযোগিতা। নতুনত্বের খোঁজ। প্রেমের আগুন। দাম্পত্যে সুখ। শত্রু উৎপন্ন। বিঘ্ন। পরোপকার। লাল অতি শুভ রংম দুর্ভাবনা ও উদ্বেগ।
কুম্ভঃ পরিবর্তন। বাধা। বিলম্ব। উদ্বেগ। প্রেমে অনীহা। কর্মে বাধাবিঘ্ন। দাম্পত্যে সমঝোতা। নানা অশান্তি। আর্থিক দুর্ভাবনা মস্তিষ্ক যন্ত্রণা দেবে। আশা পূর্তিতে বাধা। হতাশা।
মীনঃ বাধাবিঘ্ন। গুপ্তশত্রু। প্রেমে কষ্ট। দাম্পত্যে চিন্তা ও অশান্তিযোগ। আর্থিক অশান্তি কষ্ট দেবে। পারিবারিক সমঝোতার মধ্য দিয়ে যাবেন। আশা হতাশাগ্রস্ত করবে। থমকে যাওয়া জীবন। ব্যয় কমবেনা। পারিবারিক চিন্তা বাড়াবে। শুভফলের অপেক্ষা। অন্তর্মূখীতা।
Facebook Comments