এই সপ্তাহে ভাগ্যের ব্যাঙ্কে কি অপেক্ষা করে রয়েছে আপনার জন্য। কর্মস্থলে হতাশা কাটবে নাকি বেড়েই চলবে? পারিবারিক অশান্তি থেকে কি মুক্তি মিলবে? কি হবে আপনার কেরিয়ারের ভবিষ্যৎ? জানতে দেখুন বিখ্যাত জ্যোতিষী অরূপ ভট্টাচার্য্যর কলমে সাপ্তাহিক লগ্নফল – ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর।
মেষঃ মানসিক উদ্বেগ। হঠাৎ অশান্তি। শিক্ষায় বাধা। সন্তানের জন্য চিন্তা। প্রেমে অশান্তি। দাম্পত্যে মিলন। শত্রুভয়। মানসিক দুশ্চিন্তা। পেশাগত কিছু শুভফল। গুপ্ত বিষয়ে আকর্ষণ। ধনাগম ও অর্থচিন্তা। শুভ রঙ রয়াল ব্লু। গুরুত্বপূর্ণ কাজ শনিবার করুন।
বৃষঃ রোগভয় ও ধনাগম যোগ বা আর্থিক উন্নতির আভাস। শিক্ষায় অগ্রগতি। পারিবারিক শুভ। হঠাৎ হঠাৎ খরচ বাড়তে পারে। গুপ্তশত্রুতা। ভুল বোঝাবুঝি। প্রেমের হাতছানি বা প্রেমচিন্তা। দাম্পত্যে সুখ। জেদ ও সাহস। রাগ বৃদ্ধি। শুভ রঙ রক্তলাল। মঙ্গলবার গুরুত্বপূর্ণ কাজ করুন।
মিথুনঃ চিন্তা ও উত্তেজনা। পেশাগত ঝামেলা। প্রেমে সুখ। দাম্পত্যে অভিমান। ষড়যন্ত্রের শিকার হতে পারেন, সাবধান। বিদ্যার্জনে বিঘ্ন। নতুন কিছু শুরুর চিন্তা। কিছু পরিবর্তন। পরিচিত মানুষ বিরুদ্ধ সমালোচনা করবে। নতুন যোগাযোগ। শুভ রঙ লাল। গুরুত্বপূর্ণ কাজ মঙ্গলবার করুন।
কর্কটঃ কর্মের নতুন পরিকল্পনা। ধনচিন্তা। হঠাৎ ব্যায়বৃদ্ধি। শিক্ষায় শুভ ও সাফল্য। প্রেমের আকর্ষণ বৃদ্ধি। সম্পর্কে তৃতীয় পক্ষের জন্য অশান্তি বা সন্দেহ। শেয়ার বা মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের সময় এটি নয়। স্বাস্থ্য উদ্বেগ। পারিবারিক উন্নতির জন্য উদ্যোগ। মানসিক দুর্ভাবনা। শুক্রবার গুরুত্বপূর্ণ কাজ করুন। হঠাৎ মানসিক হতাশা। শুভ রঙ সাদা।
সিংহঃ গুরুজনদের জন্য ভাবনাচিন্তা। ধনচিন্তা। আয়। শিক্ষার্জনে বিঘ্ন। পারিবারিক বাধা। প্রেমে কষ্ট। দাম্পত্যে বিরহ। গুপ্তশত্রুতা। বিনাকারণে সমালোচনা। কর্মের নতুন যোগাযোগ। নিজের উদ্যোগ বৃদ্ধিতে লাভ। শুভ রঙ সাদা। শুক্রবার গুরুত্বপূর্ণ করমাদি করুন।
কন্যাঃ ধনাগম। কর্মে উন্নতি। পেশাগত চিন্তাবৃদ্ধি। পরিচিতদের হতে সাহায্য বা তাদের সহযোগিতা। শিক্ষায় সাফল্য। প্রেমে আনন্দ ও আকর্ষণ বৃদ্ধি। দাম্পত্যে মিলন। শত্রুবিজয়। শেয়ারে আগ্রহ। সন্তানের বিজয় শুভ। শুভ রঙ সাদা। শুক্রবার গুরুত্বপূর্ণ কাজ করুন।
তুলাঃ ধনাগমের ইঙ্গিত। কর্মে, কিছু শুভ আভাস। শিক্ষায় সাফল্য। পরোপকার। প্রেমে চিন্তা বৃদ্ধি। দাম্পত্যে বিরোধ। শত্রু হতে সাবধান। হঠাৎ হতাশা। মুখের কথায় শত্রুবৃদ্ধি। ধনচিন্তা ভাবাবে। সন্তানের জন্য চিন্তা। শুভ রঙ পিঙ্ক। গুরুত্বপূর্ণ কাজ রবিবার করুন।
বৃশ্চিকঃ প্রেমের আকর্ষণ বৃদ্ধি। ধনাগম বা ঋণ নেওয়ার চিন্তা। নতুন উদ্যোগ। গৃহের বা পারিবারিক চিন্তাবৃদ্ধি। দাম্পত্যে কষ্ট বা মতবিরোধ। শত্রু হতে সাবধান। পারিবারিক চিন্তা। শিক্ষায় বিঘ্ন। পরিচিত বন্ধুবান্ধব হতে বিরোধ। মানসিক কষ্ট। কিছু নতুন পরিকল্পনা। শুভ রঙ সবুজ। গুরুত্বপূর্ণ কাজ বুধবার করুন।
ধনুঃ ধনাগম। কর্মে বাধা। শিক্ষায় সাফল্য। পারিবারিক উদ্বেগ। প্রেমে কষ্ট। দাম্পত্যে অতৃপ্তি। মানসিক হতাশা। ব্যয় হবে। বন্ধুবান্ধবের সহযোগিতা। সমালোচিত হবেন। শুভ রঙ দাদা। শুক্রবার গুরুত্বপূর্ণ কাজ করুন।
মকরঃ পারিবারিক অশান্তিযোগ। পেশাগত উন্নতি। ধনব্যায়। ধনাগম হবে তবে বাধাও আসবে। শিক্ষায় বাধা। নতুন কিছু উদ্যোগ। পরিচিত মানুষ হতে কষ্ট। শত্রুভয়। প্রেমে জটিলতা। উদ্যোগ বাড়লে সাফল্য পাবেন। প্রাপ্তিযোগ। শুভ রঙ অ্যাশ। মঙ্গলবার গুরুত্বপূর্ণ করমাদি করুন।
কুম্ভঃ বাধা। কর্মে উত্থান পতন। পারিবারিক শুভাশুভ। শিক্ষায় সাফল্য। বন্ধুবান্ধবের সংখ্যা বৃদ্ধি। ষড়যন্ত্রের ও শত্রুতার শিকার হতে পারেন। প্রেমে চেষ্টা বাড়তে পারেন। দাম্পত্যে সমালোচনা। বাধা। সমালোচনা। পরিচিত মানুষ হতে কষ্ট। শুভ রঙ লাল। বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ কাজ করুন।
মীনঃ ধনাগমের আভাস। পেশাগত উন্নতি। শিক্ষায় সাফল্য। প্রেমের সাফল্য। প্রেমের আকর্ষণ তীব্র থেকে তীব্রতম হবে। পরিচিত মানুষদের সহযোগীতা লাভ হবে। দাম্পত্যে পারস্পরিক বোঝাপড়া বাড়বে। নিকট কারোর বিষয়ে চিন্তিত হবেন। শত্রুবিজয় নিশ্চিত। নানা শুভ ইঙ্গিত পাবেন ধৈর্য্য ধরুন। পিতৃস্থানীও কারোর বিষয়ে চিন্তাগ্রস্থ হবেন। শুভ রঙ হলুদ। বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ কাজ করুন।
Facebook Comments