এই সপ্তাহে ভাগ্যের ব্যাঙ্কে কি অপেক্ষা করে রয়েছে আপনার জন্য। কর্মস্থলে হতাশা কাটবে নাকি বেড়েই চলবে? পারিবারিক অশান্তি থেকে কি মুক্তি মিলবে? কি হবে আপনার কেরিয়ারের ভবিষ্যৎ? জানতে দেখুন বিখ্যাত জ্যোতিষী অরূপ ভট্টাচার্য্যর কলমে সাপ্তাহিক লগ্নফল।
মেষঃ সাহস। ভ্রমণ। বাধা। অর্থকষ্ট। প্রেমে উন্মাদনা। দাম্পত্যে বিবাদ ও মিলন। হতাশা। ব্যয়। মনঃকষ্ট। নানা পরিকল্পনা। অশান্তি। শত্রু হতে সাবধান।
বৃষঃ খরচ। হতাশা। ব্যায়বৃদ্ধি। পারিবারিক উদ্বেগ। মানসিক দুর্ভাবনা। শত্রুভয়। নানা পরিকল্পনা। অশান্তি। শত্রু হতে সাবধান।
মিথুনঃ অর্থাগম। বিজয়। সৌভাগ্যবৃদ্ধি। আয়। নানা প্রাপ্তি। দাম্পত্যে মিলন ও ভালোবাসা। শিক্ষায় সাফল্য। সম্পত্তি বৃদ্ধি অথবা গাড়ি ক্রয়ের উদ্যোগ। সুখ। আনন্দ। সাফল্য। যশ সম্মান বৃদ্ধি। সম্মান।
কর্কটঃ কর্মোন্নতি। ব্যয় বৃদ্ধি। শেয়ারে ক্ষতির আশঙ্কা। প্রেমে বিষাদ। পারিবারিক অতৃপ্তি। শত্রু বাড়লেও আপনিই জিতবেন। হঠাৎ কলহ। পরিচিতি বাড়বে। নতুন উদ্যোগে ভবিষ্যতে প্রাপ্তি। নানা বাসনার প্রকোপ। লাল রঙ বর্জন করে চলুন। আর্থিক উত্তেজনা ভাবাবে।
সিংহঃ বাধা। অতৃপ্তি। বিষাদ। নতুন উদ্যোগ। হঠাৎ কিছু ভালো হওয়ার সম্ভাবনা। পারিবারিক শুভ ইঙ্গিত। প্রেমে সাহস। দাম্পত্যে প্রেম বৃদ্ধি। নীল রঙ বর্জন করুন। অর্থচিন্তা ভাবাতে থাকবে।
কন্যাঃ ব্যয়। বকেয়া প্রাপ্তি। নিজের চেষ্টা বৃদ্ধিতে লাভবান হবেন। প্রেম উদ্বেগ বাড়বে। বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে কষ্ট পাবেন। বাধার মধ্যে দিয়ে অগ্রগতি। হঠাৎ অর্থপ্রাপ্তি হবে। নানা হতাশা ও বিবাদ ভাবাবে। কিছু নতুন প্রাপ্তি। ধনাগমের ইঙ্গিত। দাম্পত্যে হতাশা। ভয়।
তুলাঃ ব্যবসায়ীরা কিছু নতুন ব্যবসা শুরু করার বিষয়ে ভাবতে পারেন। অর্থচিন্তা। অশান্তি। বাধার ভিতর দিয়ে যাবেন। প্রেমে যোগাযোগ বাড়বে। দাম্পত্য ভালোবাসা। ভোগসুখ। ঠকতে পারেন। শুভাশুভ মিশ্রফল। বিনিয়োগ। লাল রঙ অশুভত্ব কাটাবে। ক্রোধ বাড়বে। পরোপকারী মানসিকতা।
বৃশ্চিকঃ শত্রু আগমন। দাম্পত্যে কলহ/মতবিবাদ। পারিবারিক অশান্তি। নিকট আত্মীয়ের জন্য চিন্তা। নানা দুর্ভাবনা চিন্তায় রাখবে। প্রেমে কষ্ট বাড়বে। দুর্ভবনা পিছু ছাড়বেনা। অর্থব্যয় ও খরচ বাড়বে। স্বাস্থ্য ভয়। হঠাৎ ফাঁড়া। ভুল বোঝাবুঝি। সন্তান বা জীবনসঙ্গী/সঙ্গিনীর জন্য উদ্বেগ বাড়তে পারে।
ধনুঃ কর্মচিন্তা। ধনাগম। মানসিক চাপ। বাধা। আর্থিক দুর্ভাবনা। কিছু নতুনত্বের ভাবনা। পারিবারিক শুভ। শত্রুভয়। প্রেমে সুযোগের অপেক্ষা। দাম্পত্যে ভোগমিলন। গুপ্ত সম্পর্কের আকর্ষণ। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়তেই থাকবে।
মকরঃ পারিবারিক সুখ। নিকটজনের সাথে বিবাদ। শত্রু উপদ্রব। কর্মে অতৃপ্তি। পরিবর্তন। ভয়। আর্থিক উদ্বেগ। প্রেমের কষ্ট রেহাই দেবে না। পরিবর্তনের ভিতর দিয়ে যাবেন। উত্থানপতন। বিলম্ব। অতৃপ্তি। কিছু প্রাপ্তি।
কুম্ভঃ বাধা। বিলম্ব। কর্মে উদ্বেগ। হতাশা। খরচ। বিষাদ। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বৃদ্ধি। প্রেম ভালোবাসায় অত্যাধিক আগ্রহ বৃদ্ধি পাবে। গুরুজনদের সঙ্গে মতবিরোধ। লাল রঙ মানসিক জোর বৃদ্ধি করবে। হতাশা উদ্বেগ বাড়াবে। ফললাভে বাধা।
মীনঃ অর্থাগম। কর্মোন্নতি। খরচ। অর্থভাবনা। প্রেমে উন্মাদনা। দাম্পত্যে ভালোবাসা। ভোগবাসনা বৃদ্ধি। পারিবারিক শুভ। শত্রু উপদ্রব বাড়তে পারে। বন্ধুবান্ধবের সংখ্যা বৃদ্ধি। লাল রঙ শুভ। হঠাৎ বিপদ। ফললাভে বাধা।
Facebook Comments