এই সপ্তাহে ভাগ্যের ব্যাঙ্কে কি অপেক্ষা করে রয়েছে আপনার জন্য। কর্মস্থলে হতাশা কাটবে নাকি বেড়েই চলবে? পারিবারিক অশান্তি থেকে কি মুক্তি মিলবে? কি হবে আপনার কেরিয়ারের ভবিষ্যৎ? জানতে দেখুন বিখ্যাত জ্যোতিষী অরূপ ভট্টাচার্য্যর কলমে সাপ্তাহিক লগ্নফল।
মেষঃ সম্ভবস্থলে বিবাহের উদ্যোগ বা সম্পর্ক বৃদ্ধির উদ্যোগ। ধনচিন্তা। কর্মে ভ্রমণবৃদ্ধি। প্রেম আনন্দ দেবে। দাম্পত্যে দুশ্চিন্তা। খরচ নিয়ে চিন্তিত হবেন। ফললাভে বিলম্ব। নানা উদ্যোগ। কষ্ট। সন্তানের বিষয় শুভ। ভয়ঙ্কর গুপ্তশত্রু হতে সাবধান। ভালফলের অপেক্ষা।
বৃষঃ প্রেমের আকুতি বাড়বে। কর্মে শুভাশুভ। বিবাদ ও শত্রুবৃদ্ধি। মানসিক দুশ্চিন্তা। প্রিয়জনের থেকে খারাপ ব্যবহার পাবেন। অতৃপ্তি। খরচ উদ্বিগ্ন করবে। হতাশা। শিক্ষায় বাধা। অমনোযোগ। বিঘ্ন। কর্মস্থলে বিরোধিতার সম্মুখীন হবেন।
মিথুনঃ কর্মোন্নতি। অর্থলাভ। শখের জন্য বা প্রেমের জন্য খরচ। দাম্পত্যে ভালোবাসা। সম্পর্কের হাতছানি। মানসিক আনন্দ। পরোপকার। ভোগবাসনা বাড়তেই থাকবে। পরিচিতি বৃদ্ধি। বিজয়। পরিবর্তন। উদ্বেগ।
কর্কটঃ সম্পত্তি কেনাবেচার উদ্যোগ বা সংস্কার সাধন। পারিবারিক শুভ। কর্মে বাধার মধ্যে দিয়ে অগ্রগতি। প্রেম মরীচিকার মতো বোধ হবে। ভালোমন্দ উভয় ফলভোগ। ভ্রমণ বা গমনাগমনে বিপদ। দাম্পত্যে শোক। মাথাগরম। সাহসী উদ্যোগ। ভ্রমণ চিন্তা। হঠাৎ খরচ। লাল রঙ লড়াই করার জোড় বাড়াবে।
সিংহঃ পারিবারিক চিন্তা। সম্পত্তিগত উদ্বেগ। অর্থচিন্তা। কর্মে শুভ ইঙ্গিত। আর্থিক উন্নতির আভাস। পরিচিতি হতে লাভ। শত্রুবিজয় হবে ধৈর্য্য ধরুন। নানা মানসিক উৎকন্ঠা। অতৃপ্তি। মানসিক জোড় বাড়বে। প্রেমে যোগাযোগ। দাম্পত্যে সমঝোতা ও অভিযোগ।
a href=”https://www.facebook.com/IICHF”>
কন্যাঃ ধনাগম। কর্মে শুভ। খরচ। প্রেমের আশা। দাম্পত্যে অতৃপ্তি। পারিবারিক উত্তেজনা। অবসাদ। স্পষ্ট বক্তব্য। সম্পর্কের আকর্ষণ। বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকর্ষণ বাড়বে। শখের জন্য খরচ। লাভ। হতাশা। লাল রঙ সুরক্ষা দেবে।
তুলাঃ বাধাবিঘ্ন। পরিবর্তন। নতুন উদ্বেগ। মানসিক জেদ, অস্থিরতা। পরিচিতি বাড়বে। কষ্ট। ভালোমন্দের মধ্য দিয়ে যাবেন। বিলম্ব। ভোগবাসনা বৃদ্ধি। প্রেমে ইঙ্গিতের আকর্ষণ। হতাশা।
বৃশ্চিকঃ বাধা। লোকজন আপনাকে ভুল বুঝতে পারে। প্রেমে অতৃপ্তি। দাম্পত্যে সঙ্গীর/সঙ্গিনীর জন্য উদ্বেগ। নানা বাধা। শত্রু উপদ্রব। বিপদ হতে সাবধান। হঠাৎ প্রাপ্তি। খরচ। আর্থিক চিন্তা ভাবাবে। স্বাস্থ্য নিয়ে উদ্বেগ হতে পারে। কিছু লাভ।
ধনুঃ ধনাগম। শত্রুবিজয়। সাফল্য। লাভ। প্রেমে আনন্দ। সম্ভবস্থলে বিবাহচিন্তা। প্রাপ্তি কর্মে সাফল্য। উন্নতির সম্ভাবনা দেখতে পাবেন। পরিচিতি হতে লাভ। সৌভাগ্য বৃদ্ধি। সম্পদ ও সম্পত্তিবৃদ্ধির উদ্যোগ।
মকরঃ সাফল্য। কর্মোন্নতি। লাভ। নিজের দক্ষতায় উন্নতি ও সাফল্য। পারিবারিক সুখ। হঠাৎ বিবাদ। পানভোজন। শিক্ষায় সাফল্য। নব উদ্যোগ। চিন্তা। প্রেমে যোগাযোগের চেষ্টা। দাম্পত্যে মিলন। খরচ।
কুম্ভঃ বাধা। অতৃপ্তি। পরিবর্তন। হতাশা। অবসাদ। প্রেম বিষাদ গ্রস্থ করবে। দুশ্চিন্তা। শিক্ষায় শুভ অগ্রগতি। আর্থিক দুশ্চিন্তা ভাবাবে। খরচ নিয়ে উৎকন্ঠায় থাকবেন। খরচ। লাল রঙ বর্জন করে চলুন।
মীনঃ ষড়যন্ত্র। খরচ। উদ্বেগ। বাধা। ফাঁড়া বিপত্তি হতে সাবধান। শিক্ষায় অমনোযোগ। অস্থিরতা। ক্ষোভ। কিছু ক্ষতির সম্ভাবনা। লাল রঙ বর্জন করে চলুন। যোগাযোগে বাধা। ফললাভে বিলম্ব।
Facebook Comments