এই সপ্তাহে ভাগ্যের ব্যাঙ্কে কি অপেক্ষা করে রয়েছে আপনার জন্য। কর্মস্থলে হতাশা কাটবে নাকি বেড়েই চলবে? পারিবারিক অশান্তি থেকে কি মুক্তি মিলবে? কি হবে আপনার কেরিয়ারের ভবিষ্যৎ? জানতে দেখুন বিখ্যাত জ্যোতিষী অরূপ ভট্টাচার্য্যর কলমে সাপ্তাহিক লগ্নফল – ৭ থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২১।
মেষঃ কর্মের উন্নতি। ধনাগম। নতুন শুভ সম্ভাবনা। চিন্তা ও উৎকন্ঠা। শিক্ষায় সাফল্য। প্রেমে কিছু শুভ। শত্রুবিজয়। দাম্পত্যে অভিযোগ ও মিলন। নব উদ্যোগ। খাওয়াদাওয়া। জেদ। শুভ রঙ পিঙ্ক ও ব্লু। জরুরী কাজ শনি ও রবিবার করুন।
বৃষঃ পরিবর্তন ও পারিবারিক সুখ ও শান্তির জন্য প্রচেষ্টা। শিক্ষায় শুভ। প্রেমে সম্পর্কের আগ্রহ। ব্যয়। চিন্তা। পেশাগত উদ্বেগ ও দুশ্চিন্তা। বাধাবিঘ্ন। পরিচিতদের হতে অভিযোগ। বুঝেশুনে মানুষকে বিশ্বাস করুন। শুভ রঙ নীল। বৃহস্পতিবার জরুরী কাজ করুন।
মিথুনঃ চিন্তা। বিপদ। ফাঁড়া। রক্তপাতের যোগ। হঠাৎ আয়। পরিচিতদের সহযোগীতা নাও পেতে পারেন। শিক্ষায় বাধা। অশান্তি। শত্রু উপদ্রব। শুভ রঙ লাল। মঙ্গলবার জরুরী কাজ করুন।
কর্কটঃ নতুন সম্ভাবনা। কর্মে উন্নতি। ধনচিন্তা। ব্যয়। হঠাৎ ক্রোধ। পারিবারিক চিন্তা। নতুনত্বের খোঁজ। শিক্ষায় শুভ। যোগাযোগ বৃদ্ধি। সন্তানের জন্য চিন্তা। নতুন কিছু করার উদ্যোগ। শুভ রঙ লাল। মঙ্গলবার জরুরী কাজ করুন।
সিংহঃ বাধাবিঘ্ন। মানসিক অশান্তি। স্বাস্থ্য হানী। পারিবারিক চিন্তা। শত্রুবৃদ্ধি। কর্মের চিন্তা। হঠাৎ নতুন যোগাযোগ। বিপদের সম্ভাবনা। পরিচিত হতে কষ্ট। হঠাৎ কিছু ধনবৃদ্ধির ইঙ্গিত। শুভ রঙ সবুজ। বুধবার জরুরী কাজ করুন।
কন্যাঃ ধনাগম। প্রেমের তীব্র ইঙ্গিত ও আকর্ষণ। দাম্পত্যে প্রেম। পারিবারিক আনন্দ। আয়। পেশাগত কিছু শুভ ইঙ্গিত। পরিবর্তন চিন্তা। নতুন কিছুর উদ্যোগ। সাফল্য। শেয়ার বা খেলাধুলায় আনন্দ। শত্রুবিজয়। শুভ রঙ সাদা। শুক্রবার জরুরী কাজ করুন।
তুলাঃ চিন্তা। কর্মে শুভাশুভ মিশ্রফল। ধনচিন্তা। আয়। পরিকল্পনা। প্রেমে চিন্তাবৃদ্ধি। সম্পর্কের জন্য চিন্তা। বাধা। বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দ। নতুন কিছুর ভাবনা। শিক্ষায় শুভ। সাহসী সিদ্ধান্ত। শুভ রঙ লাল। মঙ্গলবার জরুরী কাজ করুন।
বৃশ্চিকঃ শত্রুভয়। লোকে আপনাকে ভুল বুঝতে পারে। বিপদ বা রক্তপাতের সম্ভাবনা। শিক্ষায় বাধা। প্রেমে যোগাযোগ বৃদ্ধি হতে পারে। দাম্পত্যে সমঝোতা ও সহযোগীতা। বিবাদ ও সমালোচিত হবেন। নতুন যোগাযোগ বৃদ্ধি। উদ্বেগ। কর্মে কিছু শুভ। শুভ রঙ সবুজ। বুধবার জরুরী কাজ করুন।
ধনুঃ ধন প্রাপ্তির যোগ। পেশাগত শুভ ইঙ্গিত ও উন্নতি। পারিবারিক শুভ ও সুখ। সঞ্চয় ও শিক্ষায় সাফল্য। প্রেমে আনন্দ ও ভোগবাসনা। দাম্পত্যে সুখ। মিষ্ট বাক্য। বুদ্ধির দ্বারা কার্য্যসিদ্ধি। শত্রু বৃদ্ধি হলেও জয় আপনারই হবে। গুপ্তশত্রুতা।ব্যয়। শুভ রঙ সাদা। শুক্রবার জরুরী কাজ করুন।
মকরঃ সাহসী চিন্তাভাবনা। কর্মে নিজের দক্ষতায় সাফল্য। অর্থচিন্তা ভাবাবে। বন্ধুবান্ধব সংখ্যাবৃদ্ধি। প্রেমের হাতছানি ও বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বৃদ্ধি। পানভোজন। আয় নিয়ে চিন্তা। হঠাৎ বাধা। নতুন কিছুর ভাবনা। সম্পত্তিগত চিন্তাভাবনা করতে পারেন। শুভ রঙ লাল। মঙ্গলবার জরুরী কাজ করুন।
কুম্ভঃ পেশাগত শুভাশুভ। আর্থিক উদ্বেগ ও চিন্তা। মানসিক উৎকন্ঠা। প্রেমে কষ্ট। দাম্পত্য ঝগড়া বা জীবনসঙ্গীর জন্য চিন্তা বা মানসিক কষ্ট। শত্রু হতে সাবধান। ব্যায়বৃদ্ধি। পারিবারিক সদস্যের জন্য চিন্তা। শারীরিক কষ্ট। শুভ রঙ হলুদ। মঙ্গলবার জরুরী কাজ করুন।
মীনঃ কর্মে উন্নতি। সৌভাগ্য বৃদ্ধি। ধনাগম। শিক্ষায় সাফল্য। শত্রুবিজয়। প্রেমের হাতছানি। সম্ভবস্থলে বিবাহ চিন্তা। সাফল্য। ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি। স্বাস্থ্য উন্নতি। শখ মেটাতে ও পানভোজনে খরচা। শুভ রঙ লাল। শনিবার জরুরী কাজ করুন।
Facebook Comments