এই সপ্তাহে ভাগ্যের ব্যাঙ্কে কি অপেক্ষা করে রয়েছে আপনার জন্য। কর্মস্থলে হতাশা কাটবে নাকি বেড়েই চলবে? পারিবারিক অশান্তি থেকে কি মুক্তি মিলবে? কেমন কাটবে আপনার পুজোর সপ্তাহ? জানতে দেখুন বিখ্যাত জ্যোতিষী অরূপ ভট্টাচার্য্যর কলমে সাপ্তাহিক লগ্নফল।
মেষঃ পরিবর্তন। প্রেমে আগ্রহ। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বৃদ্ধি। পারিবারিক শুভ। নব উদ্যোগ। দাম্পত্যে ভালোবাসা। কর্মে নতুন শুরু। পরিচিতি হতে লাভ। খরচ। আর্থিক দুৰ্ভাবনা। শত্রু উপদ্রব। সাহসী উদ্যোগ।
বৃষঃ কর্মে চাপ। দুৰ্ভাবনা। ধনব্যয়। প্রেম উন্মত্ত করবে। গুপ্ত শত্রুতা। পেটজ কষ্ট। উত্থান পতন অতৃপ্তি। গৃহে ছোটখাটো আনন্দ পরিকল্পনা। পানভোজন। বাধা। সম্পর্ক বৃদ্ধি। লাল রঙ বর্জন করুন।
মিথুনঃ অর্থব্যয়। কর্মে শুভ ইঙ্গিত। ভ্রমণ। পারিবারিক শুভ। হঠাৎ প্রাপ্তি। নানা চিন্তা। নিজের চেষ্টায় উন্নতি। বিজয়। লাভ। পরোপকার। যোগাযোগে লাভবান হতে পারেন। কমিশন ব্যবসা বা শেয়ারে প্রাপ্তিযোগ। ভালোবাসার সন্ধান করতে পারেন।
কর্কটঃ অর্থহানি। কর্মোন্নতি। খরচ। শখ, আমোদপ্রমোদ, খাওয়াদাওয়া। পরিচিতি হতে প্রাপ্তি। সম্পত্তি ক্রয় বা বৃদ্ধির ভাবনা। দাম্পত্যে বিড়ম্বনা। প্রেম উত্তেজিত করবে। উদ্বেগ। চিন্তা। ষড়যন্ত্র হতে সাবধান। ব্যবসায় সঙ্গীর সঙ্গে বিবাদ।
সিংহঃ ধনাগম। কর্মে কিছু পরিবর্তন চিন্তা। প্রেমের ইঙ্গিত। দাম্পত্যে শুভ। আর্থিক দুশ্চিন্তা। পরিচিতদের সহযোগিতায় প্রাপ্তি ও লাভ। বিজয়। উদ্যোগ ধীরে ধীরে সাফল্য। ভ্রমন চিন্তা। ভয়। সাহসী ভাবনাচিন্তা। কেনাকাটা। স্পষ্ট বক্তব্য।
কন্যাঃ ধনাগম। আকস্মিক প্রাপ্তি। খরচ হবেই ব্যয় বাড়বে। লোন প্রাপ্তি। প্রেমের আগ্রহ বাড়তেই থাকবে। শত্রুবিজয়। নিজের চেষ্টায় সাফল্য। দাম্পত্যে অশান্তিযোগ। কিছু থেমে থাকে কাজ ও প্রাপ্তিতে সুফল পাবেন। বিষাদ ও অতৃপ্তি। পারিবারিক কিছু শুভ ইঙ্গিত। সবুজ রঙ প্রাপ্তি যোগ বাড়াবে।
তুলাঃ কর্মোন্নতি। অর্থন্নতি। সৌভাগ্যবৃদ্ধি। পারিবারিক শুভ। আনন্দ। প্রেমে সাহসী হলে সুফল লাভ। শত্রুজয়। পারিবারিক আনন্দ অনুষ্ঠান। বিষাদ। দাম্পত্যে ভালোবাসা ও অভিযোগ। লাল রঙ অতি শুভ। সাফল্য।
বৃশ্চিকঃ কর্মোন্নতি। ধনাগম। খরচ। সম্পত্তি/গাড়ি কেনার চিন্তাভাবনা। প্রেমে কষ্ট বৃদ্ধি। দাম্পত্যে ভালোবাসার ছোঁয়া। শত্রু হতে সাবধান থাকুন আরো কয়েকদিন। নানা পরিকল্পনা। ভ্রমণ চিন্তা। সঞ্চয় চেষ্টা। লাল রঙ শক্তি বাড়বে। শৌখিনটা শখের জন্য খরচ করবেন।
ধনুঃ বাধা। খরচ। আর্থিক দুৰ্ভাবনা। প্রেমে কষ্ট দেবে। পরিচিতি বাড়বে। কর্মে উদ্বেগ। নানা পরিবর্তন চিন্তা। সম্ভবস্থলে বিবাহের চিন্তা। বিলম্ব। দুশ্চিন্তা। নতুন কিছু বিষয়ে চিন্তা। মানসিক উত্তেজনা। ফললাভে বাধা।
মকরঃ বাধা। ব্যয়বৃদ্ধি। শত্রুতা। ফাঁড়া। হঠাৎ বিপত্তি। কর্মে বাধার মধ্যে দিয়ে যাবেন। কিছু শুভফল। গুপ্ত প্রেমে আকর্ষণ। পরিচিতদের ব্যবহারে কষ্ট। মাথাযন্ত্রণা। বিবাদে জড়িয়ে পড়তে পারেন। হতাশা।
কুম্ভঃ নব উদ্যোগ। কর্মে নিজ চেষ্টায় উন্নতি। পারিবারিক সুখ। মানসিক যন্ত্রণা। বিষাদ। কলহ/ মতবিরোধ। অর্থচিন্তা। বিনিয়োগ। অবসাদ। বাধা। চেষ্টায় অসফলতা। প্রেমে শত্রুতা। দাম্পত্যে ভোগবাসনা।
মীনঃ কর্মে উদ্বেগ ও শুভাশুভ ফললাভ। পারিবারিক সুখ। চিত্তচাঞ্চল্য। শত্রু সংখ্যা বাড়বে সাবধান। পরিচিতদের অন্ধভাবে বিশ্বাস করলে ঠকবেন। নতুন উদ্যোগ। হতাশা। ইনভেস্টমেন্ট/বিনিয়োগ। প্রেম মানসিক চঞ্চলতা বাড়াবে। দাম্পত্যে বিবাদ ও ভালোবাসা। ধনচিন্তা মানসিক যন্ত্রণা বাড়াবেই।
Facebook Comments