Latest News

Lara Dutta Announces the 8th Edition of Miss Diva 2020 What's New Life NEW CHEF’S SPECIAL MENU AT AAJISAI What's New Life ৩০ রানে জয় ভারতের, সিরিজ হাতছাড়া বাংলাদেশের What's New Life শতাব্দী প্রাচীন মঙ্গলপাড়ার কোলে বাড়ির রাসযাত্রা উৎসব What's New Life দীর্ঘ ১৫বছর পর পাকিস্তান থেকে পেঁয়াজ কিনতে চলেছে বাংলাদেশ What's New Life এখনো পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৪জনের ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে What's New Life অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ৩, আহত ডজন What's New Life সাপ্তাহিক লগ্নফল - ১০ নভেম্বর থেকে ১৬ নভেম্বর What's New Life ফ্রেজারগঞ্জে প্রায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় বুলবুল What's New Life ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় ১৫৭৭টি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর What's New Life

 “সাপ্তাহিক লগ্নফল”-২০ থেকে ২৬ অক্টোবর

ভাগ্যফল নাকি কর্মফল ? কোনটি শ্রেষ্ঠ ? নাকি উভয়েরই পারস্পরিক যোগসূত্র রয়েছে ? জানতে দেখুন বিখ্যাত জ্যোতিষী অরূপ ভট্টাচার্য্যর কলমে “সাপ্তাহিক লগ্নফল”

২০ থেকে ২৬ অক্টোবর

মেষঃ স্বাস্থ্য উদ্বেগ। শত্রু উপদ্রব ও বিরোধ। কোমর বা পিঠের বেদনা। মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। বিনিয়োগে ক্ষতির আশঙ্কা। প্রেমে সুখবৃদ্ধি। দাম্পত্যে প্রেম ও ভোগসুখ।হঠাৎ মাথার বেদনা বা রাগ। সম্ভবস্থলে বিবাহের বিষয়ে শুভ অগ্রগতি। পেশাগত কিছু পরিবর্তনশীলতা। শুভ রঙ সাদা। শনিবার শুভ করমাদি করুন।

বৃষঃ শারীরিক কষ্ট। মনের দুর্ভাবনা। শত্রুউপদ্রব বৃদ্ধি। পারিবারিক অশান্তি বা কলহ বা কোনও নিকট আত্মীয়ের জন্য চিন্তা। বন্ধুবান্ধবের ব্যবহারে মনঃকষ্ট বা ঠকে যাওয়ার আশঙ্কা। প্রেমে সাহসী হলেও অশান্তি বাড়বে। দাম্পত্যে তিব্র আকর্ষণ বাড়বে। শত্রুতা বাড়লেও ধৈর্য্য ধরুন বিজয় আপনারই হবে। পেশাগত অশান্তি। উটকো ঝামেলা ঘাড়ে চেপে বসতে পারে। সবুজ শুভ রঙ। বুধবার অব করমাদি করুন।

মিথুনঃ প্রেমের জোয়ার বা সুখ আসার কিছু ইঙ্গিত পাবেন। দাম্পত্যে হতাশা থাকবেই। পেশাগত চিন্তা থাকবে তবে উন্নতির আভাস ভবিষ্যতের জন্য দেখতে পাবেন। পারিবারিক আনন্দ ও আমদপ্রমোদ করবেন। শত্রু ধ্বংস দেখতে হলে ধৈর্য্য ধরুন। নিকট বন্ধু/বান্ধবী বা পরিচিতদের সঙ্গে কোথাও আনন্দ করার পরিকল্পনা করতে পারেন। কিছু পানভোজনে ও আমদপ্রমোদে খরচা করবেন। নতুন বিনিয়োগের চিন্তা থাকবে। লাল শুভ রঙ। মঙ্গলবার শুভ করমাদি করুন।

কর্কটঃ নিজ দক্ষতা ও উদ্যোগে সাফল্য আসবে কর্মে। ধনব্যায় কিছু হবে। বন্ধুবান্ধবীদের সাথে আনন্দ ও পানভোজন করবেন। প্রেমে যোগাযোগ বাড়বে। দাম্পত্যে ঝগড়া। নতুন গাড়ি ক্রয়/বিক্রয় করতে পারেন। পারিবারিক সুখ পাবেন। পরিবারে সুস্বাদু ভোজন লাভ হবে। ঘর সাজানো বা মেরামতের বিষয়ে ভাবতে পারেন। কোনোও বিশেষ বিনিয়োগ হবে। সুন্দর ব্যবহারে কার্যসিদ্ধি করবেন। লাল অতি শুভ রঙ। শুক্রবার শুভ করমাদি করুন।

সিংহঃ নিজ প্রচেষ্টায় পেশাগত উন্নতি হবে। ধনাগম ও ব্যায় দুই হবে। পারিবারিক সম্পদবৃদ্ধির উদ্যোগ থাকবে। পারিপার্শ্বিক বন্ধু বান্ধবীদের সাহায্য ও সহযোগীতা পাবেন। কিছু মানসিক দুর্ভাবনা পিছু নাও ছাড়তে পারে। পরিচিত মানুষের বিশ্বাসযোগ্যতা লাভ। প্রেমে শুভাশুভ পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন। দাম্পত্যে আনন্দ থাকবে। গুপ্তশত্রুরা পরাজিত হবে আপনার ভাগ্যের দ্বারা। সাদা শুভ রঙ। বুধ ও শুক্রবার শুভ করমাদি করুন।

কন‍্যাঃ পেশাগত শুভ উন্নতির মধ্য দিয়ে যাবেন। ধনাগম হবে। পারিবারিক কোনো বিষয়ে চিন্তিত হতে পারেন। বন্ধুবান্ধবীদের হতে সাবধানে থাকুন। গুপ্তশত্রুরা সব পরাজিত হবে। প্রেমে দুশ্চিন্তা। দাম্পত্যে আনন্দ। নিজের উদ্যোগে শুভফল পাবেন। নানাবিধ শুভ ইঙ্গিত পেতে পারেন। শুভ রঙ লাল। বুধবার শুভ করমাদি করুন।

তুলাঃ মিষ্টিমধুর বুদ্ধিদীপ্ত ব্যবহারে কার্যসিদ্ধি করবেন। ধনব্যায় বাড়বে। ধনাগমের রাস্তাও পাবেন। পরিচিত মানুষদের সাবধানে বিশ্বাস করুন। প্রেমে চিন্তিত থাকবেন। দাম্পত্যে চিন্তা বাড়বে, বিবাদ হবে বা জীবনসঙ্গীর বিষয়ে উদ্বেগ বাড়বে। পেশায় দুর্ভাবনার মধ্য দিয়ে যেতে হবে। সম্পত্তি বিক্রয় বা ক্রয় ভাবনা থাকবে। কিছু শত্রু উদ্বেগ বাড়বে। শুভ রঙ পিঙ্ক। রবিবার শুভ করমাদি করুন।

বৃশ্চিকঃ কর্মোন্নতি। অর্থ সঞ্চয়ের চেষ্ঠা বাড়বে। পরিচিত মানুষজনের মধ্যে পরিচিতি ও সম্মান বাড়বে। পারিবারিক সম্পর্ক ও সুখের উন্নতি হবে। হতাশা থাকবেই। প্রেমে আনন্দ পাবেন। দাম্পত্যে মতপার্থক্য বা জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকবেন। শত্রুবৃদ্ধি হবে ও ধৈর্য্য ধরলে শত্রুবিজয় আপনার হবে। কিছু নতুন করার বিষয়ে আগ্রহী হতে পারেন। শুভ রঙ লাল। মঙ্গলবার অব করমাদি করুন।

ধনুঃ মানসিক অবসাদ। পেসাগত উন্নতি ও সাফল্য। ধনলাভ ও খরচ দুই হবে। বন্ধুবান্ধবী হতে মনঃকষ্ট পাবেন। পারিবারিক ঘটনা সমূহ চিন্তায় রাখবে। হঠাৎ খরচা বাড়তে পারে। প্রেমে সুখবর ও নতুন যোগাযোগ কিছু হতে পারে অপেক্ষা করুন। উদ্যোগ যত বাড়াবেন তত শুভ হবে। সাহস ও দৃঢ়তা দেখালে শত্রুদমন হবেই। সাদা অতি শুভ রঙ। শুক্রবার শুভ করমাদি করুন।

মকরঃ স্বাস্থ্য হানি। ব্যায় চলবে। পেশাগত শুভ উন্নতিযোগ ও সৌভাগ্যবৃদ্ধি। পারিবারিক শুভ উন্নতি। প্রেমে আগ্রহ বাড়বে। দাম্পত্যে দুশ্চিন্তা। গাড়ি ক্রয়/বিক্রয় বা গৃহসংস্কার বা গৃহসজ্জার ব্যাপারে ভাবতে পারেন। মানুষজনকে সাবধানে বিশ্বাস করুন। হঠাৎ মাথা যন্ত্রনায় ভুগতে পারেন। ব্যায় বাড়বে। সাদা শুভ রঙ। শুক্রবার শুভ করমাদি করুন।

কুম্ভঃ ধনাগম। পেশাগত দুর্ভাবনার মধ্যেই অগ্রগতি ও সুফল। নতুন যোগাযোগ ও ভবিষ্যতে লাভের পথ দেখাবে। পারিবারিক বিষয়ে দুশ্চিন্তাগ্রস্থ হতে পারেন। প্রেমে যোগাযোগ বাড়বে। দাম্পত্যে আনন্দ বাড়বে। হঠাৎ মাথাগরম হবে। পরিচিত মানুষকে চোখ বুঝে বিশ্বাস করবেন না। হঠাৎ শত্রুতার সম্মুখিন হতে পারেন। শুভ রঙ হলুদ। বৃহস্পতিবার শুভ করমাদি করুন।

মীনঃ সাহস, তেজ ও উদ্যোগে পেশাগত সাফল্য পাবেন। ধনাগম হবে। শত্রু বাড়বে। হঠাৎ দুশ্চিন্তাগ্রস্থ হতে পারেন। নানা কারণে ব্যায় বাড়বে। পরিচিত মানুষজনের সাথে হঠাৎ মতবিরোধ হতে পারে। গুপ্তপ্রেম। দাম্পত্যে তীব্র আকর্ষণ কিন্তু বাদানুবাদ হবে। হঠাৎ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে পারেন। বুদ্ধি ও মিষ্ট ব্যবহারে শুভফল পাবেন। দুশ্চিন্তা কিন্তু থাকবেই। শুভ রঙ সিটি ব্লু। শনিবার শুভ করমাদি করুন।

Comments

KOLKATA WEATHER
Terminator: Dark Fate Buro Sadhu Kedara Ujda Chaman Earthquake And Roller Maleficent: Mistress of Evil Made In China Saand Ki Aankh Housefull 4 WAR Sye Raa Narasimha Reddy Satyanweshi Byomkesh Password Mitin Mashi Joker Gumnaami Ready or Not It: chapter two আড্ডা ভালো মেয়ে খারাপ মেয়ে পরিণীতা Section 375 Chhichhore Dream Girl The Angry Birds Movie Angel Has Fallen গোত্র
What's New Life