Latest News

Students Sketch Mega Science Projects on Canvas What's New Life গোলাড সুশীলা হাইস্কুলের উদ্যোগে বিদ্যাসাগরের জন্ম দ্বি-শতবর্ষ স্মরণে সাইকেল যাত্রা What's New Life আসামে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভ What's New Life মাঠে ফিরতে আরও সময় লাগবে শিখর ধাওয়ানের What's New Life জেনেভায় হানিমুনে সৃজিত-মিথিলা What's New Life দ্বিতীয় দিনে পড়লো ময়মনসিংহের পরিবহন ধর্মঘট What's New Life কন্যা সন্তানের বাবা হলেন কপিল What's New Life হোটেল রুমে অবিবাহিত দম্পতিরা থাকা কোনও অপরাধ নয় : মাদ্রাজ হাইকোর্ট What's New Life নিউজিল্যান্ডে অগ্ন্যুৎপাতে এখনো পর্যন্ত ১৩ জন নিহত What's New Life শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে সালমান খান What's New Life

“সাপ্তাহিক লগ্নফল” ২৮শে জুলাই থেকে ৩রা আগস্ট

এই সপ্তাহটি আপনার শুভ নাকি অশুভ ? কোন সত্যটা লুকিয়ে রয়েছে আপনার ভাগ্যাকাশে ? কর্মস্থলে কাজের চাপ কি বাড়তেই থাকবে ? জানতে চোখ রাখুন বিখ্যাত জ্যোতিষী অরূপ ভট্টাচার্য্য’ কলমে “সাপ্তাহিক লগ্নফল”।

২৮শে জুলাই থেকে ৩রা আগস্ট

মেষ : প্রেমে উদ্বেগ। দাম্পত্যে বিরোধ হলেও মিলন। পেশাগত দুশ্চিন্তা থাকবেই। ধনব্যায় হঠাৎ বাড়বে। শিক্ষার্জনে পারদর্শীতা। পানভোজন, প্রেম-ভালোবাসায় ও শখের জন্য খরচ করবেন। জেদী ও সাহসী কিছু সিদ্ধান্ত নেবেন। হঠাৎ কিছু বাধা বিঘ্ন থাকবে। বন্ধুবান্ধবদের সঙ্গে আমদপ্রমোদ করবেন। কিছু কেনাকাটার ব্যাপারে ভাবতে পারেন। শুভ রঙ সাদা ও আকাশী নীল। শনিবার শুভ করমাদি করুন।

বৃষ : ভ্রমণ চিন্তা। পেশায় শত্রু উপদ্রব ও উদ্বেগ। শিক্ষায় অনীহা। পারিবারিক দুশ্চিন্তা। হঠাৎ বাধা। প্রেমের নতুন সুযোগ। দাম্পত্যে সমঝোতা। নতুন কিছু শুরু করার ভাবনা চিন্তা। সম্পর্কের হানি। বুঝেশুনে মানুষকে ভরসা করুন। ধনক্ষতি ও হঠাৎ ফাঁড়া যোগ। বাসন্তী রঙ শুভ। বৃহস্পতিবার শুভ করমাদি করুন।

মিথুন : ধনাগম। কর্মসংক্রান্ত দুর্বিপাক ও চিন্তাবৃদ্ধি। শত্রুতা বাড়বে। শিক্ষায় পারদর্শিতা। প্রেমে সুখ ও সম্ভাবনা। দাম্পত্যে বিবাদ ও অশান্তি বা জীবনসঙ্গীর স্বাস্থ্য ঘটিত উদ্বেগ। পারিবারিক সুখ ও সম্পত্তিবৃদ্ধির প্রচেষ্টা। হঠাৎ খরচ করে ফেলবেন। পানভোজনে আনন্দ পাবেন। সোনালী অতি শুভ রঙ। বৃহস্পতিবার শুভ করমাদি করুন।

কর্কট : সাহস। খরচ। জেদ। শিক্ষায় ফাঁকি। মিথ্যা কথা বলার প্রবণতা। অবৈধ সম্পর্কে আগ্রহ। শখ ও শৌখিনতা বাড়বে। পরলিঙ্গের কাছে আকর্ষণ বাড়বে। পারিবারিক শ্রীবৃদ্ধি। বন্ধুবান্ধবদের সাথে আমোদপ্রমোদ করবেন। পেশাগত নব উদ্যোগ। শুভ রঙ সাদা ও লাল। মঙ্গলবার শুভ করমাদি করুন।

সিংহ : নানা দুর্ভাবনা। স্বাস্থ্য ব্যাপারে সচেতন হোন। পেশাগত পরিবর্তন বা নতুন কিছু শুরু করার চিন্তা। পারিবারিক কষ্ট। শিক্ষায় বাধা। প্রেমে বিরোধ ও কষ্ট। দাম্পত্যে আপনার সমঝোতার প্রয়োজন হবে। পরিচিত বন্ধুবান্ধব হতে কলহ/বিরোধ/শত্রুতা। সম্পর্কের অবনতি। নানা বিনিয়োগ চিন্তা ও খরচা। শুভ রঙ সাদা। শুক্রবার শুভ করমাদি করুন।

কন্যা : অর্থোন্নতি। কর্মোন্নতি। শত্রুবিজয় ও সাফল্য। মানসিক অবসাদ। প্রেমের কষ্ট। সন্তানের জন্য উদ্বেগ। হঠাৎ হতাশা গ্রাস করতে পারে। নতুন ইনভেস্টমেন্ট চিন্তা। পরিবারের জন্য স্বার্থত্যাগ। শখের জন্য ব্যায়। সঞ্চয় ও ব্যাংকব্যালেন্স বাড়বে। গাঢ় লাল শুভ রঙ। বুধ, শুক্র, মঙ্গল, ও রবিবার শুভ করমাদি করুন।

তুলা : কর্মের উন্নতি ও শুভ সংবাদের ইঙ্গিত পাবেন। নতুন কিছু শুরু করার কথা ভাবতে পারেন। পরিচিত বন্ধুবান্ধবী ও মানুষজনের সঙ্গে সম্পর্কের উন্নতি ও সহযোগিতায় লাভবান হবেন। সম্পদ ও সম্পত্তিগত রক্ষনাবেক্ষন বা বৃদ্ধির ব্যাপারে বা বিক্রির ব্যাপারে ভাবতে পারেন। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়বে। আমোদপ্রমোদে ব্যয় করবেন। প্রেমে অশান্তি। দাম্পত্যে সুখ ও দুঃখ দুই হবে। শিক্ষায় চাতুড়ির মাধ্যমে কার্যসিদ্ধি করবেন। নিজের উদ্যোগ বৃদ্ধিতে সুফল পাবেন। শুভ রঙ লাল। মঙ্গলবার শুভ করমাদিকরুন।

বৃশ্চিক : সাময়িক উদ্বেগ। পেশাগত কিছু পরিবর্তনশীলতা। হঠাৎ খরচ। কিছু ক্ষেত্রে বিলম্ব। কিছু শারীরিক পীড়া। শিক্ষায় বিঘ্ন মধ্যে সফলতা। প্রেমের প্রপোজাল। দাম্পত্যে প্রেম ও নিকটস্থ ভ্রমণ চিন্তা। সঞ্চয় নিয়ে চিন্তা। নতুন যোগাযোগের প্রচেষ্টা। অযাচিত দুশ্চিন্তা বা কষ্ট। শুভ রঙ গ্রিন। বুধবার শুভ করমাদি করুন।

ধনু : মানসিক অবসাদ। ধন সঞ্চয়ের চেষ্টা। পারিবারিক বিষয়ে/পরিচিতদের হতে মনঃকষ্ট। বন্ধুবান্ধবীদের সহজে বিশ্বাস না করলেই ভালো। শিক্ষায় বাধা। পেশাগত সমস্যা থাকবেই। প্রেমে জটিলতা ও গুপ্তপ্রেমে আনন্দ। দাম্পত্যে ঝামেলা। রাস্তাঘাটে সাবধানে গাড়ি চালান। এই সময়ে কোনো কিছুতে বিনিয়োগ না করাই ভালো। নীল রং আংশিক শুভ। শনিবার শুভ করমাদি করুন।

মকর : চিন্তা ও উদ্বেগ। হাত দিয়ে অর্থ বেরিয়ে যেতে পারে। পেশাগত নতুন কিছু করার ভাবনাচিন্তা। গুপ্তশত্রুরা আক্রমণ করবে বা ক্ষতি করার চেষ্ঠা করবে। ব্যবসায় উদ্যোগ বাড়ালে লাভবান হবেন। মুখের অপ্রিয় সত্য কথায় অন্যের কাছে খারাপ হয়ে যেতে পারেন। শিক্ষায় ফাঁকি দেবেন। প্রেমে যোগাযোগ ন আকর্ষণ থাকবেই। দাম্পত্যে অভিমান ও ভোগ সুখ। সম্পত্তি/গাড়ি ক্রয়/বিক্রয় ভাবনা চিন্তা। শুভ রঙ সাদা ও লাল। শুক্রবার শুভ করমাদি করুন।

কুম্ভ : ধনাগম। কর্মোন্নতি তবে দুশ্চিন্তা ও ফললাভে বিলম্ব হতে পারে। নানাবিধ হতাশা ও শত্রু উপদ্রব বাড়তে পারে। পরিচিত মানুষজনের থেকে কষ্ট পেতে বা ঠকতে পারেন। নতুন কিছু যোগাযোগ বাড়বে। প্রেমে বিবাদ ও কষ্ট থাকবে। দাম্পত্যে ঝগড়া। সম্পত্তি/গাড়ি/পারিবারিক দুর্ভাবনা ভাবাতে পারে। জেদী সিদ্ধান্ত নিতে পারেন। গোল্ডেন ও ডেনিম ব্লু শুভ রঙ। বৃহস্পতিবার ও শনিবার শুভ করমাদি করুন।

মীন : হতাশা থাকবেই। কর্মের উঁচু ও নিচু উভয়ের মধ্যে দিয়ে যেতে হবে। হঠাৎ হঠাৎ অর্থ ব্যয় হয়ে যাবে। প্রেমের ও গুপ্তপ্রেমের আকর্ষণ ও আনন্দ থাকবে। নানাবিধ আমদপ্রমোদের পরিকল্পনা করবেন। বিদ্যার্জনে সাফল্য। পরিচিত/বন্ধুবান্ধবের সংখ্যা বৃদ্ধি। পারিবারিক শ্রীবৃদ্ধি হবে। স্বার্থ পূরণের জন্য চালাকি করতে পারেন। শুভ রঙ নীল। শনিবার শুভ করমাদি করুন।

Comments

KOLKATA WEATHER
Pati Patni Aur Woh Panipat সাগরদ্বীপে যকেরধন সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে 3 Knives Out Hotel Mumbai Bohomaan X Ray: The Inner Image Commando 3
What's New Life