রাজ্যে আবার সংক্রমণের থাবা জোরালো হচ্ছে। বাড়ছে মৃত্যুর হারও। গত ২৪ ঘণ্টায় নতুন করে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২০০ জনের বেশি। এই মুহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৯৪৫ জন, যা গত দিনের তুলনায় ১০৩ জন বেশি।ফলে প্রত্যাশিতভাবেই মোট আক্রান্তের সংখ্যা টপকে গেল ২ লক্ষের গণ্ডি। যদিও ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে এদিনও সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার জনের বেশি ব্যক্তি। সুস্থতার হার বেড়ে হয়েছে প্রায় সাড়ে ৮৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৩১৮টি নমুনা টেস্ট হয়েছে। সবমিলিয়ে রাজ্যে ২৪ লক্ষ ৭০ হাজার ৫৮টি নমুনা টেস্ট হয়েছে।
রাজ্যের দৈনিক কোভিড🦠 আপডেট ১৩ সেপ্টেম্বর ২০২০

Facebook Comments