গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩,২৭১ জন। এর ফলে রাজ্যে মোট কোভিডরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৯০ হাজার ৭০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩,২৭৫ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৫৭ হাজার ৩৭৭। নতুন করে আরও ৫১ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮,৫২৭। রাজ্যে মৃত্যুহার বর্তমানে ১.৭৪ শতাংশে রয়েছে।রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ২৪ হাজার ১৬৬ জন। গত ২৪ ঘণ্টায় ৫৫ জন সক্রিয় রোগী কমেছে রাজ্যে। রাজ্যে সুস্থতার হার বর্তমানে ৯৩.৩৩ শতাংশ। বুধবার রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৪২ হাজার ৬২৪টি। ফলে গত ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক সংক্রমণের হার ছিল ৭.৬৭ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত মোট ৫৯ লক্ষ ৫৮ হাজার ৭৯৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এর বিপরীতে আক্রান্ত হয়েছেন ৮.২২ শতাংশ মানুষ।
কলকাতা এবং উত্তর ২৪ পরগণা, দুই জেলাতেই সক্রিয় রোগীর সংখ্যা বেশ অনেকটাই কমেছে। তবে গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন রোগীর সংখ্যা সামান্য বেড়েছে। অন্য দিকে উত্তর ২৪ পরগণায় তা বেশ অনেকটাই কমে গিয়েছে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় ৮৪১ জন আর উত্তর ২৪ পরগণায় ৬৯৭ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এই দুই জেলায় যথাক্রমে ৯১৬ আর ৯১৪ জন সুস্থ হয়েছেন। কলকাতায় ১২ আর উত্তর ২৪ পরগণায় ১১ জনের মৃত্যু হয়েছে। কলকাতায় এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৮ হাজার ৩৮১। উত্তর ২৪ পরগণায় মোট আক্রান্ত ১ লক্ষ ২ হাজার ৩১২। কলকাতায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৬,২০৩ জন এবং উত্তর ২৪ পরগণায় ৫,৬৩১।কলকাতা আর উত্তর ২৪ পরগণায় বর্তমানে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা যথাক্রমে ৯৯ হাজার ৫৫০ এবং ৯৪ হাজার ৬৭১। দুই জেলায় মৃত্যু হয়েছে যথাক্রমে ২,৬২৮ এবং ২,০১০ জনের।
WB COVID-19 Daily Health Bulletin: 2 December 2020.
A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ২ ডিসেম্বর ২০২০।
পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন।#BengalFightsCorona pic.twitter.com/ELltCwLBtM— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) December 2, 2020
গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগণায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। তবে হাওড়া এবং হুগলিতে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ১৮৮ জন, সুস্থ হয়েছেন ২৩১ জন। হাওড়ায় নতুন করে ১৬৪ জন আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছেন ১২৩ জন। অন্য দিকে হুগলিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬৮ জন, সুস্থ হয়েছেন ১৪১ জন।
- নদিয়া (আক্রান্ত- ১৫৪ সুস্থ- ১৯৯)
- দার্জিলিং (আক্রান্ত ১৩৬, সুস্থ ১১২)
- জলপাইগুড়ি (আক্রান্ত ১৩৪, সুস্থ ৫৬)
- পূর্ব মেদিনীপুর (আক্রান্ত ১০৮, সুস্থ ৭৬)
Facebook Comments