গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১,১৭৮ জন। এর ফলে রাজ্যে মোট কোভিডরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৫০ হাজার ৮৯৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,৫৫৭ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ২৮হাজার ৮২৯। নতুন করে আরও ২৮ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯,৬৮৩। রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ১২ হাজার ৩৮১ জন। গত ২৪ ঘণ্টায় ৪০৭ জন সক্রিয় রোগী কমেছে রাজ্যে। রাজ্যে সুস্থতার হার বর্তমানে ৯৫.৯৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ১১০টি নমুনা পরীক্ষা হয়েছে রাজ্যে। ফলে এ দিন রাজ্যে সংক্রমণের হার ছিল ৩.০১ শতাংশ। সোমবার এই হার ছিল ৩.৬৫ শতাংশ, মঙ্গলবার ৩.৩৪ শতাংশ। একই সঙ্গে কমছে সামগ্রিক সংক্রমণের হারও। রাজ্যে এখনও পর্যন্ত মোট ৭০ লক্ষ ৭০ হাজার ১৭৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এর বিপরীতে আক্রান্ত হয়েছেন ৭.৭৯ শতাংশ মানুষ।
রাজ্যে দৈনিক কোভিড🦠 আপডেট ৩০ ডিসেম্বর ২০২০

Facebook Comments