ঝাড়খণ্ডের ত্রিকূট পাহাড়ে রোপওয়ের মধ্যে দুটি ক্যাবল কারের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছে। রোববার (১১ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে। এখনো আটকা পড়ে আছেন আরও ৪৮ জন। তাদেরকে উদ্ধারে কাজ চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রোপওয়ের মধ্যে ১২টি কেবিনে ৪৮ জন মানুষ আটকা পড়েছেন। বিমানবাহিনীর সদস্যরা হেলিকপ্টারযোগে তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
এদিকে, রোববার বিকালে দুর্ঘটনার পরে ঘটনাস্থলে কোনও সরকারি কর্মকর্তা বা রাজ্যের মন্ত্রী পৌঁছাননি বলে অভিযোগ উঠেছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন ঝাড়খণ্ডের মন্ত্রী হাফিজুল হাসান। তিনি বলেন, সকাল থেকে উদ্ধার কাজ চলছে। ঘটনাস্থলে যাচ্ছেন তিনি।
দেওঘরে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য ওই রোপওয়ে ব্যবহার করা হয়। পর্যটকদের কাছে এই রোপওয়ে যাত্রা বেশ জনপ্রিয়।
দুর্ঘটনার পর রোপওয়ের ম্যানেজারসহ সংশ্লিষ্টরা সটকে পড়েছেন বলে জানা গেছে। যদিও ঘটনাটি তদন্ত করা হবে বলে জানিয়েছে রাজ্যের একাধিক সূত্র।
Facebook Comments