এমডিএইচ (MDH) মশলার মালিক ধরমপাল গুলাটি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এমডিএইচ মশাল বিজ্ঞাপনের মধ্যে দিয়ে ঘরে ঘরে পরিচিত হয়ে গিয়েছিল গুলাটি। জানা গিয়েছে, অসুস্থতার কারণে গত তিন সপ্তাহ ধরে দিল্লির হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন গুলাটি। বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি। ১৯২৩ সালে পাকিস্তানের সিয়ালকোটে জন্ম ধরমপালের। স্কুলশিক্ষা বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি তিনি। তাঁর বাবার মশলার ব্যবসাতেই যুক্ত হন তিনি। ১৯৪৭ সালে দেশভাগের পর ভারতে এসে বেশ কিছুদিন অমৃতসরের শরণার্থী শিবিরে ছিলেন গুলাটি।
এর পর দিল্লিতে চলে এসে করোল বাগে মশলার দোকান খোলেন তিনি। ১৯৫৯ সালে এমডিএইচের কম্পানি খোলেন তিনি। এর পর তর তর করে তাঁর ব্যবসা বাড়তে শুরু করে। ব্যবসায় সাফল্যের পাশাপাশি রফতানিতেও তাঁর সংস্থা ক্রমশ উন্নতি করতে শুরু করে।ভারত থেকে ইউরোপের বিভিন্ন দেশ, কানাডা এবং সংযুক্ত আরব আমিরশাহিতে তাঁর মশলার রফতানি হতে থাকে। ২০১৯ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন গুলাটি।
Facebook Comments