গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে ৬,৯৭১ জন কোভিডে সংক্রমিত হয়েছেন। গত বছর অক্টোবরের পর এই প্রথম বার রাজ্যে দৈনিক সংক্রমণের হার ১০ শতাংশে উঠে গিয়েছে। অর্থাত্, এখন প্রতি ১০০ টেস্টে ১০ জন করে পজিটিভ হচ্ছেন। মুম্বইয়ে নতুন করে ৯২১ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। এর পরেই রয়েছে অমরাবতী, যেখানে আটশো পেরিয়ে গিয়েছে সংক্রমণ। এ ছাড়া, নাগপুর, আকোলা, পুণে এবং যবত্মলের অবস্থাও উদ্বেগজনক। উদ্ধবের দাবি, এটা কোভিডের দ্বিতীয় ঢেউ কি না, সেটা বুঝতে আরও অন্তত দু’টো সপ্তাহ দেখতে হবে।
সাধারণ মানুষকে উদ্ধব অনুরোধ করেন, কোভিডের সব রকম বিধি মেনে চলতে না হলে লকডাউন ঘোষণা করা ছাড়া আর অন্য কোনো উপায় থাকবে না। ইতিমধ্যে মুম্বই-সহ বেশ কিছু জায়গায় নানা রকম বিধিনিষেধ আরোপ করেছেন তিনি। পাশাপাশি তিনি জানান যে বিভিন্ন জেলা প্রশাসনকে স্বাধীনতা দেওয়া হয়েছে তারা যেন পরিস্থিতি বিচার করে লকডাউনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়।
আবারো লকডাউন হতে পারে সম্পূর্ণ রাজ্যজুড়ে

Facebook Comments