এ দিনের শুনানিতে প্রধান বিচারপতি বলেন, ‘আদালত বিক্ষোভের কণ্ঠরোধ করতে পারে না। কেন্দ্রের পদক্ষেপ নিয়ে আমরা হতাশ। আমরা সমস্যার গ্রহণযোগ্য সমাধান চাই’। তিনটি বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি সীমানায় কৃষকদের বিক্ষোভ নিয়ে সুপ্রিম কোর্ট বলে, ‘আমরা গত শুনানিতে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু কোনো উত্তর নেই। পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মানুষ আত্মহত্যা করেছে। এই আবহাওয়ায় বৃদ্ধ ও মহিলারা কেন আন্দোলনে অংশ নিচ্ছেন, সেটা কি কেন্দ্র জানে’?
প্রধান বিচারপতি এসএ বোবদে কেন্দ্রের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশে বলেন, ‘আপনারা কৃষি আইন কার্যকর বন্ধ করবেন, না কি আদালত আইন কার্যকর বন্ধ করবে’?
কৃষকদের বিক্ষোভ এবং কৃষি আইনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে একাধিক আবেদন একত্রিত করে এ দিন সুপ্রিম কোর্টের শুনানিতে এই ‘ধারালো’ মন্তব্য যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে বিজেপি নেতৃত্বের একাংশের বক্তব্য, এটা আদালতের পর্যবেক্ষণ, মোটেই রায় নয়।
প্রধান বিচারপতি আরও বলেন, ‘অনভিপ্রেত কিছু ঘটে গেলে আমরা প্রত্যেকে দায়বদ্ধ খাকব। আমরা আমাদের হাত রক্তাক্ত করতে চাই না, কাউকেই আঘাত করতে চাই না আমরা’।
সর্বোচ্চ আদালত কেন্দ্রকে একটি কমিটি গঠনের আহ্বান জানিয়ে বলে, ‘যদি সরকার নিজে থেকে না করে, তা হলে আমরা পদক্ষেপ নেব’।
কেন্দ্রের পদক্ষেপ হতাশাজনক : সুপ্রিম কোর্ট

Facebook Comments