কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী বুধবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৯৯ হাজার ৭৬। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৯৫০ জন। বুধবার ভারতে সক্রিয় রোগী রয়েছেন ২ লক্ষ ৮৯ হাজার ২৪০। অর্থাত্ দেশে মাত্র ২.৮৬ শতাংশ কোভিডরোগী বর্তমানে চিকিত্সাধীন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬ হাজার ৮৯৫ জন। এর ফলে ভারতে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৯৬ লক্ষ ৬৩ হাজার ৩৮২ জন। দেশে এখন সুস্থতার হার রয়েছে ৯৫.৬৮ শতাংশে। গত ২৪ ঘণ্টায় ভারতে ৩৩৩ জনের মৃত্যু কোভিডের কারণে হয়েছে। এর ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ৪৪৪। ভারতে এখন মৃত্যুহার রয়েছে ১.৪৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১০ লক্ষ ৯৮ হাজার ১৬৪টি নমুনা পরীক্ষা হয়েছে। ফলে এ দিন দৈনিক সংক্রমণের হার ছিল ২.১৮ শতাংশ। আগের সপ্তাহের বুধবার অর্থাত্ ১৬ ডিসেম্বর ভারতে ১০ লক্ষ ৮৫ হাজার ৬২৫টি নমুনা পরীক্ষার বিপরীতে আক্রান্ত হয়েছিলেন ২৬ হাজার ৩৮২ জন। ফলে সে দিন ভারতে সংক্রমণের হার ছিল ২.৪৩ শতাংশ। ২৩ ডিসেম্বর পর্যন্ত ভারতে মোট ১৬ কোটি ৪২ লক্ষ ৬৮ হাজার ৭২১টি নমুনা পরীক্ষা হয়েছে। এর বিপরীতে এখন মাত্র ৬.১৪ শতাংশ মানুষ আক্রান্ত।
দেশের বিভিন্ন প্রান্তে সংক্রমণ
Facebook Comments