কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৩ লক্ষ ৯৫ হাজার ২৭৮। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৪৬ জন। এ দিন ভারতে সক্রিয় রোগী রয়েছেন ২ লক্ষ ২৮ হাজার ৮৩। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী বেড়েছে ৫৩৭ জন। বর্তমানে দেশে মাত্র ২.১৮ শতাংশ কোভিডরোগী বর্তমানে চিকিত্সাধীন। গত ২৪ ঘণ্টায় ৯ লক্ষ ৩৭ হাজার ৫৯০টি নমুনা পরীক্ষা হয়েছে। ফলে এ দিন দৈনিক সংক্রমণের হার ছিল ২.১৬ শতাংশ। একই ভাবে ক্রমশ কমছে সামগ্রিক সংক্রমণের হারও। ৭ জানুয়ারি পর্যন্ত ভারতে মোট ১৭ কোটি ৮৪ লক্ষ ৯৫৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এর বিপরীতে এখন মাত্র ৫.৮২ শতাংশ মানুষ আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় সংখ্যাটা ছিল ১৯ হাজার ৫৮৭। এর ফলে ভারতে মোট সুস্থ হয়েছেন ১ কোটি ১৬ হাজার ৮৫৯ জন। গত ২৪ ঘণ্টায় ভারতের কোভিডে মৃতের সংখ্যাটি তার আগের ২৪ ঘণ্টার থেকে কম ছিল। এ দিন মৃত্যু হয়েছে ২২২ জনের। ফলে এখনও পর্যন্ত ভারতে কোভিডের কারণে মৃত্যু হল ১ লক্ষ ৫০ হাজার ৩৩৬ জনের। দেশে মৃত্যুহার রয়েছে ১.৪৪ শতাংশ।
দেশের দৈনিক কোভিড🦠 আপডেট ৭ জানুয়ারি ২০২১

Facebook Comments