অনলাইন বিনোদন প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নতুন শো ‘একে ভার্সেস একে’ নিয়ে সম্প্রতি তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়। সেখানে বায়ুসেনার পোশাক পরে অনিল কাপুর সেনাবাহিনীকে অপমান করেছেন। যার জেরে বুধবার (৯ ডিসেম্বর) মুখ খুলেছেন বলিউড অভিনেতা।
অনিল কাপুরের দাবি, বায়ুসেনার পোশাক পরে তিনি কোনো অপমানজনক মন্তব্য করতে চাননি, যা হয়েছে তা পুরোপুরি অনভিপ্রেত। তিনি কখনও ভারতীয় সেনাবাহিনী সংশ্লিষ্ট কাউকে অপমান করতে চাননি। তবুও যা হয়েছে, সেজন্য তিনি ক্ষমাপ্রার্থী।
তিনি জানান, অভিনয়ের জন্যই বায়ুসেনা অফিসারের পোশাক পরেছিলেন তিনি। যেখানে ওই বায়ুসেনা অফিসারের মেয়েকে অপহরণ করা হয়। রাগে-দুঃখে ওই অফিসার এমন ভাষা ব্যবহার করেছেন পর্দায়। এদিকে ‘একে ভার্সেস একে’র ওই বিতর্কিত দৃশ্য তুলে নেয়ার দাবি জানিয়েছে ভারতীয় বায়ুসেনা।
@IAF_MCC pic.twitter.com/rGjZcD9bCT
— Anil Kapoor (@AnilKapoor) December 9, 2020
Facebook Comments