অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন প্রখ্যাত গায়িকা রুনা লায়লা। বর্তমানে গাওয়ার পাশাপাশি সুরকার হিসেবেও আত্মপ্রকাশ করেছেন তিনি। সুরকার হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গুণী এই মানুষটির ৬৭তম জন্মদিন ছিলো গতকাল। জন্মদিনে আরও এক সুখবর দিলেন তিনি। আগামী ১৩ ডিসেম্বর সিটি ব্যাংকের প্রযোজনায় প্রকাশ হতে যাচ্ছে ‘রুনা লায়লা ফিচারিং লিজেন্ডস ফরএভার’ শিরোনামে পাঁচটি গানের মিউজিক ভিডিও। রুনা লায়লার সুরে গানগুলো গেয়েছেন বরেণ্য শিল্পী আশা ভোঁসলে, রাহাত ফতেহ আলী খান, হরিহরণ, আদনান সামি ও রুনা লায়লা।
গণমাধ্যমকে রুনা লায়লা বলেন, ‘পাঁচটি গানের মধ্যে দুটি গানের রেকোর্ডিং হয় লন্ডনে। বাকি তিনটি গান রেকর্ড হয় মুম্বাই। প্রথম গানটি গেয়েছিলেন হরিহরণ। এরপর আদনান সামি ও আশা ভোঁসলে। রাহাত ফতেহ আলী খানের গানটির ভয়েস রেকর্ড হয়নি। আশা করছি দু-এক দিনের মধ্যে হয়ে যাবে।’
রুনা লায়লা আরও বলেন,‘পাঁচ দশক শিল্পী হিসেবেই মানুষের ভালোবাসা পেয়ে আসছি। সুর করার ব্যাপারে আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন আলমগীর সাহেব। তার প্রযোজনা ও পরিচালনায় একটি সিনেমার গল্প চলচ্চিত্রের জন্যই আমার প্রথম সুর করা। আমার সুরে ‘ফেরাতে পারিনি’ ইউটিউবে প্রকাশিত হয়েছে। আমার সুরে এ প্রজন্মের শিল্পী তানি লায়লা, আঁখি আলমগীর, হৈমন্তী রক্ষিত ও লুইপার গান আসবে শিগগিরই।’
রুনা জানান, সব কটি গানের মিউজিক ভিডিওর নির্মাণ কাজ চলছে। ভিডিও নির্মাণ করছেন শাহরিয়ার পলক। আগামী ১৩ ডিসেম্বর সিটি ব্যাংকের দশম বর্ষপূর্তি অনুষ্ঠানে পাঁচটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করা হবে।
ছবি সংগৃহিত
Comments