তারা সুখী তারকা দম্পতিদের আইকন। সংসারে আসতে চলেছে নতুন অতিথি। সে নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই। দেখতে দেখতে তিন বছর হয়ে গেল বিয়ের। বিয়েবার্ষিকীতে কাছে নেই স্বামী বিরাট কোহলি। তাকে মিস করে ভালোবাসার বার্তা দিয়েছেন আনুস্কা শর্মা।
২০১৭ সালের ১১ ডিসেম্বরে দীর্ঘদিনের সম্পর্ককে পরিণতি দিয়েছিলেন ক্রিকেট টিমের ক্যাপ্টেন বিরাট কোহলি এবং বলিউড ডিভা আনুস্কা শর্মা। তৃতীয় বিবাহবার্ষিকী উদযাপনে অনেক রঙিন আয়োজনের ছবিই দেখা যেত দুই তারকা সোশাল মিডিয়ার একাউন্টে। কিন্তু কর্তব্যের খাতিরেই অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছেড়ে অস্ট্রেলিয়ায় যেতে হয়েছে কোহলির। বিশেষ দিনে তাই মনের মানুষকে মিস করছেন আনুশকা। ইনস্টাগ্রামে জানিয়েছেন মনের সেই কথা। দু’জনের একান্ত মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমাদের তিন বছর। খুব শিগগিরিই আমরা তিনজন হব।’ তারপর ভালবাসার চিহ্ন দিয়ে লিখেছেন, ‘তোমাকে মিস করছি।’
বিশেষ দিনে বিশেষ মুহূর্তের ছবি শেয়ার বিরুস্কার

Facebook Comments