জনপ্রিয় সংগীত পরিচালক ওয়াজিদ খানের মৃত্যুকে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। তার মৃত্যুর খরবটি গায়ক সোনু নিগম নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যমকে ফোনে তিনি বলেন, “হ্যাঁ সে আর পৃথিবীতে নেই, আমি কথা বলতে পারছি না.!!” বলেই তিনি ফোনটি রেখে দেন। আজ ভোররাতে ঘুমের মধ্যেই চলে যান এই সুরকার। জানা গিয়েছে তার দেহে জন্ম নিয়েছিল করোনাভাইরাসের বীজ এবং এই ভাইরাসের প্রকোপেই তার মৃত্যু হয়েছে। বেশকিছু ধরেই তিনি করোনায় ভুগছিলেন মিডিয়ার অগোচরে কাজেই তার অসুস্থতার খবরটি সেভাবে ছড়িয়ে পড়েনি, কিন্তু তা সত্ত্বেও হাসিখুশি এই তারকার শেষরক্ষা হল না, মাত্র ৪২ বছর বয়সেই ঘুমের দেশে চিরতরে তলিয়ে গেলেন ওয়াহিদ।
অমিতাভ বচ্চন, সালমান খান, অক্ষয় কুমার, অনিল কাপুর, প্রিয়াঙ্কা চোপড়াসহ অগণিত তারকা ও শুভানুধ্যায়ী শোকবার্তা প্রকাশ করে স্মরণ করছেন ওয়াজিদকে।একজন হাস্যোজ্জ্বল মেধাবী মানুষ চলে গেলেন। তার জন্য দু’আ, প্রার্থনা ও সমবেদনা জানাই। ‘মেধাসম্পন্ন ও সদা হাসিমুখের’ মানুষ বলে উল্লেখ করে টুইটারে শোক জানিয়েছেন অক্ষয় কুমার। সোমবার সকালেই অভিষেক বচ্চন টুইটারে তার বন্ধুকে বিদায় জানান। তিনি লেখেন, শান্তিতে বিশ্রাম নাও, বন্ধু। ওয়াজিদের হাসির কথা ভেসে উঠছে প্রিয়াঙ্কা চোপড়ার মনেও। তিনি বলেন, ভয়াবহ সংবাদ। ওয়াজিদ ভাইয়ের হাসির কথা আমি সবসময়ই মনে রাখব। তিনি তো সদা হাস্যোজ্জ্বল। খুব তাড়াতাড়িই চলে গেলেন। তার পরিবার ও শোকাহত সবার প্রতি আমার সমবেদনা। চিত্রনির্মাতা করণ জোহর বলেন, ওয়াজিদ খান, আপনার সংগীত চিরকাল বেঁচে থাকবে।
এছাড়াও ওয়াজিদ খানের মৃত্যুতে পৃথক পৃথকভাবে শোক জানিয়েছেন অনিল কাপুর, বরুণ ধাওয়ান, প্রীতি জিনতা, সোনম কাপুর, পরিণীতি চোপড়া, পুলকিত সম্রাট, মিলাপ, আরবাজ খান, সলিম মার্চেন্ট, বিশাল দাদলানি, আদনান সামি, আথিয়া শেঠি, চিচা চাঢা, প্রমুখ।
শুধু সংগীত পরিচালনা নয়, বেশকিছু গানও গেয়েছেন ওয়াজিদ। তার গাওয়া গানের মধ্যে রয়েছে ‘মেরা হি জালওয়া’, ‘ফেবিকল সে’, ‘চিনতা তা চিতা চিতা’, ‘মাশাল্লাহ’ অন্যতম। ওয়াজিদ ও সাজিদ ভ্রাতৃদ্বয় ‘সা রে গা মা পা ২০২০’ এবং ‘সা রে গা মা পা সিঙ্গিং সুপারস্টার’-এ বিচারকের দায়িত্ব পালন করেছিলেন।
Facebook Comments