লিউডের মাদক যোগ নিয়ে এবার প্রযোজক-পরিচালক করণ জোহরকে তলব করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার এনসিবির পক্ষ থেকে ধর্মা প্রোডাকশনের কর্ণধারকে যে সমন পাঠানো হয়েছে, তাতে লেখা হয়েছে, ‘বলিউডের মাদক যোগ নিয়ে যে তদন্ত চলছে, তাতে আপনি সন্দেহভাজন নন। যবে বেশ কিছু তথ্য জানার জন্যই আপনাকে সমন করা হচ্ছে।’ কিন্তু এনসিবি যে ধারায় নোটিশ পাঠিয়েছে তাতে বলিউডের প্রযোজক-পরিচালককে সশরীরে তদন্তকারীদের সামনে হাজির হতে হবে না।
এনসিবি সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালের তাঁর ঘরে আয়োজিত এক পার্টি নিয়ে বেশ কিছু তথ্য জানতেই করণ জোহরকে সমন পাঠানো হয়েছে। ওই পার্টিতে রণবীর কাপুর, দীপিকা পাডুকোন, ভিকি কৌশল, মালাইকা অরোরা, বরুণ ধবন, কার্তিক আরিয়ান, আয়ান মুখোপাধ্যায় সহ একাধিক বলিউডের সঙ্গে জড়িত একাধিক অভিনেতা-পরিচালক হাজির ছিলেন। ওই পার্টিতে হৈ-হুল্লোড় ক্যামেরা বন্দি করেছিলেন খোদ করণ জোহর। তাতে দেখা যাচ্ছে, একাধিক বলি তারকা নেশায় মত্ত হয়ে উঠেছেন। অনেকেই হুঁশ হারিয়ে বেফাঁস কথা বলে ফেলছেন। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বলিউডের মাদক যোগ নিয়ে দেশজুড়েই শোরগোল পড়ে যায়। ওই ভাইরাল ভিডিয়োর জেরেই ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র পরিচালককে সমন পাঠানো হয়েছে।
Facebook Comments