মাদক মামলায় আজও রেহাই পেলেন না বাদশাপুত্র। ফের 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হলো তাকে। এনসিবির তরফ থেকে আজ আরিয়ানকে আদালতে পেশ করার তারিখ ছিল। সেইমতো কোর্টে আজ আরিয়ানের হয়ে ব্যাপক সওয়াল জবাব করেও তাকে জেল হেফাজতের হাত থেকে রক্ষা করতে পারলেন না তার আইনজীবী।
আরিয়ান-সহ ৬ জনের ক্ষেত্রে শুনানি প্রদান করতে গিয়ে আদালতের তরফ থেকে এমন রায় প্রদান করা হয়েছে। আরিয়ান ছাড়াও এই তালিকায় রয়েছেন মুনমুন ধামেচা, নুপুর সারিকা, ইসমিত সিং, মোহক জয়সওয়াল, বিক্রান্ত চোকার, গোমিত চোপড়া, আরবাজ মার্চেন্ট। এদের মধ্যে মুনমুন এবং আরবাজ আরিয়ানের পূর্বপরিচিত বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার আরিয়ান ও তার দুই সঙ্গীকে মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালতে তোলা হয়েছিল। এই মামলাতে ইতিমধ্যেই এক বিদেশি নাগরিককেও গ্রেফতার করেছে এনসিবি। তার সঙ্গে আরিয়ানকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় এনসিবি। তাই আরিয়ানের জেল হেফাজতের মেয়াদ বাড়ানোর আবেদন করে এনসিবি।
এদিকে এই ঘটনার পেছনে মহারাষ্ট্রে উদ্ধব সরকারের সহযোগী ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির মুখপাত্র নবাব মালিক কার্যত রাজনৈতিক সমীকরণ খুঁজেছেন। তার দাবি বিজেপি কর্মকর্তা এবং এনসিবির যোগসাজশে ফাঁসানো হয়েছে আরিয়ানকে। মহারাষ্ট্র সরকার এবং বলিউডের ভাবমূর্তি নষ্ট করতে এই মামলা করা হয়েছে বলে স্পষ্ট দাবি করেছেন তিনি।
Facebook Comments