Latest News

সাপ্তাহিক লগ্নফল - ১৮ থেকে ২৪ আগস্ট What's New Life Ganga Medical Centre & Hospitals Private Ltd Coimbatore launches Plastic, Hand, Reconstructive Microsurgery, Burns, Plastic Surgery Centre & Breast Cancer Centre at Salt Lake City, Kolkata What's New Life ভয়াবহ আগুন দিল্লির AIIMS-এ What's New Life 'গুমনামী’র টিজার মুক্তির পরই লিগ্যাল নোটিশ সৃজিতকে What's New Life নতুন বাজাজ পালসার ১২৫ নিওন আপনার সাধ্যের মধ্যেই What's New Life মেদ কমাতে পান করুন আনারসের জুস What's New Life প্রথম দিনেই ২৯কোটি ছুঁলো ‘মিশন মঙ্গল’ What's New Life শিথিল হওয়ার পথে জম্মু-কাশ্মীরের ওপর জারি নিষেধাজ্ঞা What's New Life 'দিদিকে বলো' কর্মসূচির রিপোর্ট কার্ডেই 'লাল দাগ' What's New Life নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকেও জয় ভারতের What's New Life
সাপ্তাহিক লগ্নফল ২৭শে মে থেকে ২রা জুন

ভাগ্যের ব্যাংকে এই সপ্তাহে কি রয়েছে আপনার জন্য? জানতে চোখ রাখুন বিখ্যাত জ্যোতিষী অরূপ ভট্টাচার্য্যর এই সপ্তাহের লগ্নফলে।

২৭শে মে থেকে ২রা জুন

মেষ লগ্ন– কর্মে উদ্যোগ বাড়বে। চেষ্টা বাড়ালেই উন্নতি পাবেন। ধনাগম হলেও অর্থব্যায়ও হবে। কোন আত্মীয় বাড়িতে আসতে পারে বা আপনি কোন আত্মীয় বা পরিচিতের বাড়িতে যেতে পারেন। নতুন কোন যোগাযোগে লাভবান হবেন। প্রেমের মধুর সুঘন্ধ জীবনে আনন্দ দেবে। তবে তৃতীয় ব্যক্তিরা প্রেমে শত্রুতা বাধাবে। দাম্পত্য বিবাদ শেষে পুনরায় জিবনসাথীর প্রেমে পড়বেন। গাড়ী সংক্রান্ত চিন্তা ভাবাতে পারে। বন্ধুদের সহজে বিশ্বাস না করলেই ভালো করবেন। ডিপ লাল ও নেভি ব্লু অতি শুভ রঙ। শনি, রবি ও মঙ্গলবার কর্মাদি করুন।

বৃষ লগ্ন– অর্থ রোজগারের ব্যাপারে উদ্যোগী হবেন। ব্যায়বৃদ্ধি হতে পারে। সুস্বাদু খাদ্যদ্রব্য গ্রহণে আনন্দ পাবেন। কোনও পরিচিত ব্যক্তি/বন্ধু/বান্ধবী শত্রু আচরণ করতে পারে। প্রাপ্তিতে বিঘ্নযোগ। বিলম্বে বা ইন্সটলমেন্ট পেমেন্ট হতে পারে। পারিবারিক/গৃহগত সমস্যা উদ্বিগ্ন করতে পারে। সন্তানের ভালবাসায় আনন্দ পাবেন। রোম্যান্টিক মানসিকতার জন্য সঙ্গই/সঙ্গিনীর কাছে প্রশংসিত হবেন। কর্মে বিঘ্ন ও দুশ্চিন্তা থাকলেও সাফল্য আসবে। জীবনসঙ্গীর হঠাৎ মাথাগরম ও অভিমান চিন্তায় রাখবে। সোনালী ও হলুদ রঙ শুভ। বৃহস্পতিবার শুভ কর্মাদি করুন।

মিথুন লগ্ন– মানসিক অস্থিরতা বৃদ্ধি। সুন্দর আন্তরিক ব্যবহার। সহানুভূতিশীল চিন্তাধারা। পরিচিতের কাছে ঠকে যাওয়ার সম্ভাবনা। নিজস্ব পেশাগত সাফল্য পাবেন। কর্মে নব যোগাযোগ আসবে। ভবিষ্যতে পরিবর্তনের ব্যাপারে ভাবতে পারেন। পারিবারিক গোলযোগের শিকার হতে পারেন। প্রেমে কিছু জটিল সম্ভাবনার মধ্য দিয়ে গিয়েও সুখ আসবে। দাম্পত্য কিছু মতপার্থক্য থাকলেও তৃপ্ত হবেন। সোনালী রঙ শুভ। হলুদ রঙ বর্জন করুন। বৃহস্পতিবার শুভ কর্মাদি করুন।

কর্কট লগ্ন– পেশাগত উন্নতি। প্রচেষ্টা বৃদ্ধিতে সাফল্য। ধনবৃদ্ধি ও প্রাপ্তি। বিনিয়োগ হতে লাভ। বন্ধুকে পরোপকার করেও সুনামের মুখ নাও দেখতে পারেন। মিউচুয়াল ফান্ড/ শেয়ার তে আগ্রহ দেখাতে পারেন। শত্রু উপদ্রব বাড়বে। সঙ্গী/সঙ্গিনীর সাথে বিবাদ বৃদ্ধি। প্রেমে সুখ ও বিরোধ দুই পাবেন। কোন বুদ্ধিদীপ্ত প্রচেষ্টায় সাফল্য পাবেন। নিকত আত্মীয়ের কাছ থেকে কষ্ট পেতে পারেন। গোলাপী, অলিভ গ্রিন রঙ শুভ। রবি ও বুধবার শুভ কর্মাদি করুন।

সিংহ লগ্ন– ভ্রমণযোগ। কর্মন্নোতি ও অর্থন্নোতি হবে। শখ মেটানোর জন্য খরচা হবে। পারিবারিক সদস্য ও বন্ধু/বান্ধবীর সাথে বিরোধ। গুপ্ত শত্রু হতে সাবধান। প্রেমে নতুন নতুন আনন্দ উপভোগ করবেন। জীবনসঙ্গীর প্রেমে তৃপ্তি পাবেন। গাড়ী সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন। কোন গুরুজনের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার যোগ। শেয়ারে লাভের সম্ভাবনা। সাদা ও পাতা সবুজ রঙ শুভ। বৃহস্পতিবার ও শুক্রবার শুভ কর্মাদি করুন।

কন্যা লগ্ন– কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপারে ভাবতে পারেন। সম্ভবস্থলে ভ্রমণ হবে। নতুন কর্ম যোগাযোগ আসতে পারে। পেশাগত দুশ্চিন্তা থাকলেও কিছু শুভফল পাবেন। ধনাগম ও ধনব্যয় দুইয়েরই যোগ রয়েছে। প্রেমে গোপনীয়তা থাকবে। হঠকারিতাও থাকবে। বিবাদযোগ বা ঐ সংক্রান্ত কথাবার্তার অগ্রগতি। সন্তানের দুশ্চিন্তায় থাকতে পারেন। কোন বকেয়া/অপ্রত্যাশিত প্রাপ্তি হবে। নরম মানসিকতার জন্য ব্যাবহৃত হতে পারেন। বন্ধু সেজে কেউ আপনার ক্ষতি করতে পারে, সচেতন থাকুন। মিল্কি-সাদা শুভ রঙ। শুক্রবার শুভ কর্মাদি করুন।

তুলা লগ্ন– সত্যবাদীতা, সৎসাহস ও পরোপকারী মনোবৃত্তি। ধনলাভ হবে। স্বাস্থ্য নিয়ে উদ্বেগে থাকতে পারেন। নতুন স্বাধীন কর্মের চিন্তা। ধনপ্রাপ্তি। আকস্মিক খরচ। দাম্পত্য আনন্দ ও বিরোধ। জেদি মানসিকতা। পারিবারিক বিবাদে কষ্ট পেতে পারেন। কর্মসংক্রান্ত বিষয়ে উদ্বেগে রাখতে পারে। কোনও বিনিয়োগ মানসিক কষ্টের কারন হতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগের জন্য তৈরি থাকুন। হালকা সাদা রঙ শুভ। সোমবার কর্মাদি করুন।

বৃশ্চিক লগ্ন– ভ্রমণযোগ বা ঐ সংক্রান্ত ভাবনা। হঠাৎ ক্রোধবৃদ্ধি কিন্তু মনের মধ্যেই ক্রোধ পুষে রাখবেন। গৃহ বা পারিবারিক বিবাদ কষ্ট দিতে পারে। কর্মে পরিবর্তনের সুযোগ বা নতুন সম্ভাবনা সামনে আসতে পারে। বন্ধু/বান্ধবীকে সহজে বিশ্বাস করলে ঠকতে পারেন। কর্মসংক্রান্ত উদ্বেগ থাকবে ধৈর্য ধরুন। ব্যায় বাড়বে। বিনিয়োগ হতে পারে। ভ্রাতা/ভগিনীর সাথে বিরোধ বা তাদের ব্যাবহারে মনঃকষ্ট পাবেন। প্রেমে মানসিক কষ্ট বাড়বে। দাম্পত্য বিরধ্‌ অভিমান, রোমান্স মিলেমিশে থাকবে। হলুদ রঙ বর্জন করুন। সবুজ রঙ শুভ। বুধবার শুভ কর্মাদি করুন।

ধনু লগ্ন– মানসিক দুশ্চিন্তা কিছুতেই পিছু ছাড়বে না। ধনপ্রাপ্তি হলেও ব্যায় বাড়বে। স্পষ্ট বক্তব্য পেশ করতে পিছুপা হবেন না। প্রেমের কিছু জটিলতার মধ্যেই পথ খুঁজে পাবেন। দাম্পত্য অভিযোগ শুনবেন্, মানিয়ে নিন। সন্তানের ভালবাসা পাবেন। স্বাধীন জীবিকা আকর্ষণ করবে। কর্মে পেশাভিত্তিক সুফল পেতে পারেন। দামী কোনও দ্রব্যাদি কেনার সিদ্ধান্ত নেবেন। সাদা ও লাল রঙ শুভ। রবি বৃহস্পতিবার শুভ কর্মাদি করুন।

মকর লগ্ন– জেদ, রাগ বাড়বে। কর্মক্ষেত্রে শত্রুউপদ্রব বাড়বে। ধনাগম হবে তবে হাত দিয়ে অর্থও বেরিয়ে যাবে। এখাধিক সম্পর্ক বা বন্ধুত্ব প্রেমে বাঁধা হতে পারে। প্রেমজ বিবাদ হবে ও অভিযোগও আসবে। দাম্পত্য বিরোধ অন্তে প্রেম পাবেন। ভ্রমণে আনন্দ পেতে পারেন। সম্পত্তিগত প্রপ্তির ব্যাপারে চিন্তাভাবনা করতে পারেন। সন্তানের সাথে মতবিরোধের জন্য তৈরি থাকুন। পরোপকার করেও সুনামের আশা না করলেই ভালো, সেটা পাবেন না। স্বর্ণালঙ্কার ব্যাবহারে সৌভাগ্য বাড়বে। দুধসাদা অতি শুভ রঙ। রবি ও শুক্রবার শুভ কর্মাদি করুন।

কুম্ভ লগ্ন– কর্মের শুভ অশুভ দুই ফল লাভ হবে। ধৈর্য ধরলে কিছু সুফল পাবেন। ধনাগমের যোগ রয়েছে কাজে লাগান তবে কিছুক্ষেত্রে বিলম্বে ফলপ্রাপ্তি হতে পারে। প্রেমের ক্ষেত্রেও রোম্যান্টিক মানসসিকতায় অপরকে আকর্ষণ করতে পারেন। তবে আকস্মিক জটিলতার জন্যও তৈরি থাকুন। গৃহগত বা সম্পত্তিগত সৌন্দর্জায়নের ব্যাপারে ভাবতে পারেন। দাম্পত্যে মান, অভিমান, ভালোবাসা সবই পাবেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকতে পারেন। ভ্রমণযোগ রয়েছে। পাআন ও ভোজনে সুখ পাবেন। নিজের স্বাস্থ্যের ব্যাপারেও সচেতন থাকুন। কালো ও মিল্কি সাদা শুভ রঙ। শুক্রবার শুভ কর্মাদি করুন।

মীন লগ্ন– স্বাস্থ্য নিয়ে উদ্বেগ। ফাঁড়াযোগ সাবধান। কর্মন্নোতি ও অর্থন্নোতি। ব্যাঙ্ক ব্যাল্যান্স বাড়বে। শখ মেটানোর জন্য খরচা হবে। কাছাকাছির লোকেরা শত্রুতা করবে। গুপ্তপ্রেমে আকর্ষণ অনুভব করবেন। দাম্পত্য বিবাদযোগ তবে বিরোধের পর প্রেমও পাবেন। কোন বিনিয়োগ থেকে লাভ করতে পারেন বা ভবিষ্যতে লাভের ব্যাপারে সম্ভাবনা থাকতে পারে। বন্ধু/বান্ধবীর দ্বারা প্রতারিত হতে পারেন। গাড়ী সংক্রান্ত ভাবনা। ছাই, গ্রে ও লাল রঙ শুভ। গোলাপী রঙ বর্জন করলেই ভালো। মঙ্গলবার শুভ কর্মাদি করুন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Super 30 The Lion King Mission Mangal Batla House শান্তিলাল ও প্রজাপতি রহস্য প্যান্থার সামসারা Once Upon a time in Hollywood Fast and furious: Hobbs and Shaw
What's New Life
Inline
Inline