এই সপ্তাহে ভাগ্যের ব্যাঙ্কে কি অপেক্ষা করে রয়েছে আপনার জন্য। কেমন কাটবে নতুন বছরের প্রথম সপ্তাহ…….কর্মস্থলে হতাশা কাটবে নাকি বেড়েই চলবে? পারিবারিক অশান্তি থেকে কি মুক্তি মিলবে? কি হবে আপনার কেরিয়ারের ভবিষ্যৎ? জানতে দেখুন বিখ্যাত জ্যোতিষী অরূপ ভট্টাচার্য্যর কলমে সাপ্তাহিক লগ্নফল।
মেষঃ কর্মে শুভ। নিজ উদ্যোগে উন্নতি। পারিবারিক চিন্তা। ভ্রমণ। সাহসী সিদ্ধান্ত। পরিচিতি বৃদ্ধি। প্রেমে আনন্দ। দাম্পত্যে প্রেম। শখের জন্য খরচ। নতুন পদক্ষেপ। লাল রঙ বর্জন করুন। হতাশা। সবুজ রঙ অতি শুভ।
বৃষঃ কর্মোন্নতি। রোগভয়। স্বাস্থ্য চিন্তা। সাফল্য। প্রেমে চিন্তাবৃদ্ধি। দাম্পত্যে প্রেম। বিজয়। পুরোনো শত্রু হতে সাবধান। আয় হবে। কর্ম সংক্রান্ত যোগাযোগ বৃদ্ধি। শুভ রঙ গোল্ড। বৃহস্পতিবার শুভ করমাদি করুন। দুশ্চিন্তা।
মিথুনঃ পরিবর্তন। জেদ। রাগ। সাহসী ভাবনাচিন্তা। প্রেমে আনন্দ। দাম্পত্যে হতাশা। বাধা। বিনিয়োগ হতে কিছু লাভ। হঠাৎ আয়। কষ্ট। পারিবারিক দুশ্চিন্তা। শিক্ষায় সাফল্য। শুভ রঙ মিল্কি হোয়াইট।
কর্কটঃ কর্মে দুর্ভাবনা ও চাপ। আর্থিক চিন্তা ভাবতেই থাকবে। নানা দুশ্চিন্তা। খরচ। শত্রুবৃদ্ধি। শিক্ষায় ফাঁকি। ধনকষ্ট। হতাশা। মিথ্যা সমালোচনার শিকার হবেন। লাল রঙ বর্জন করুন। পরিবর্তন চিন্তা। কিছু শুভফল প্রাপ্তি। হঠাৎ আয় বা প্রাপ্তি। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ।
সিংহঃ সম্ভবস্থলে বিবাহচিন্তা। ধনাগম। নতুন উদ্যোগ। শিক্ষায় সাফল্য। প্রেমে অতৃপ্তি। দাম্পত্যে বিরহ। নানা পরিবর্তন চিন্তা। ধনচিন্তা। পারিবারিক শুভ। লাল রঙ অতি শুভ। মঙ্গলবার গুরুত্বপূর্ণ কার্য্য করুন। নিজের চেষ্টায় উন্নতি।
কন্যাঃ সম্পর্কের হাতছানি। ধনব্যয়। খরচ। পারিবারিক শুভ। ধনাগম। প্রেমে আনন্দ। সম্পর্কের আকর্ষণ ও আগ্রহ বাড়বে। নতুন উদ্যোগ। মানসিক অশান্তি। কিছু মানুষের ব্যবহারে কষ্ট। লাল রঙ অতি শুভ। জেদ ও সাহস। ভ্রমণ চিন্তা।
তুলাঃ বাধা। কর্মে চিন্তা। নতুন পরিকল্পনা। প্রেমে আনন্দের পরিকল্পনা। দাম্পত্যে অশান্তি অন্তে মিলন। বিঘ্ন। পারিবারিক শুভ। ফললাভে বাধা। কিছু সংস্কার করার পরিকল্পনা। দুশ্চিন্তা। স্বাস্থ্য চিন্তা। কলহ বিবাদ।
বৃশ্চিকঃ মিলন সুখ। দাম্পত্যে কলহ বা মতবিবাদ। আর্থিক চিন্তা। প্রেমের আগ্রহ। শত্রুতা। মতবিবাদ। হতাশা। স্ত্রী/স্বামীর স্বাস্থ্য চিন্তা। পরিচিতদের সহযোগিতা কখনও পাবেন, কখনও পাবেন না। লাল রঙ অশুভ। উপকার করেও সমালোচিত হবেন।
ধনুঃ চিন্তা। আর্থিক লাভ। উন্নতি। কিছু শুভ ইঙ্গিত। বিজয়। সাফল্য। শত্রুবিজয়। মানসিক দুর্ভাবনা পিছু ছাড়বেনা। ব্যয়। অতিথি বা আত্মীয়দের আগমনের ইঙ্গিত। নতুন উদ্যোগ। মিল্কি হোয়াইট অতি শুভ রঙ।
মকরঃ কর্মে পরিবর্তনের ভাবনা। ধনাগম। বিজয়। আয়ের পথ খুলবে। প্রেমে উন্মাদনা। দাম্পত্যে বিরোধ। ইনভেস্টমেন্ট। বিঘ্ন। আর্থিক সঞ্চয়ের চেষ্টা। সবুজ রঙ ব্যবহার বর্জন করুন। হতাশা। সঞ্চয় করার ব্যর্থ প্রচেষ্টা।
কুম্ভঃ শত্রু উপদ্রব। বাধা। বিপদ। প্রেমে যন্ত্রণা। দাম্পত্যে ঝগড়া। নানা অতৃপ্তি। মানসিক যন্ত্রণা। ষড়যন্ত্রের শিকার হতে পারেন। পরিবর্তনের মধ্যে দিয়ে যাবেন। কষ্ট। নানা উদ্বেগ ভাবাবে। শুভ সময়ের অপেক্ষা।
মীনঃ শত্রু উপদ্রব হতে পারে। প্রেমে তীব্র আগ্রহ। দাম্পত্যে অভিযোগ। নতুন উদ্যোগ। আর্থিক উদ্বেগ ভাবাবে। মনঃকষ্ট। বাধা। কিছু শুভাশুভ ইঙ্গিত। হতাশা বৃদ্ধি। কর্মে নতুন করে আরম্ভ। কিছু শুরু করার উদ্যোগ। কিছু প্রাপ্তি ফললাভে বাধা ও বিলম্ব।
Facebook Comments