কাল আমারা আপনাদের সাথে ইনফার্টিলিটি নিয়ে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম । এটি কেন আজকাল মেয়েদের মধ্যে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে এবং এর পেছনে যে কারণ গুলো ছিল সেগুলো নিয়ে আপনি নিশ্চয় অবগত হয়েছেন ।আজ তবে আপনাদের সাথে শেয়ার করে নেব এমন কিছু চিকিৎসা যে গুলির দ্বারা আপনার ইনফার্টিলিটি ওভিউলেসানের সমস্যার সমাধান অনিবার্য ।
১)ক্লমিফেনি – এই চিকিৎসার ফলে মহিলাদের ওভিউলেসান বৃদ্ধি পাবে ।
২)মেটফরমিন –যাদের ক্লমিফেনি চিকিৎসার করে কোন সুফল দেখা দেয়নি তাঁরা এই চিকিৎসারটির হাত ধরতে পারেন ।
৩)হিউম্যান মেনোপসাল গনাডোত্রফিন – এটা একধরনের ইঞ্জেক্সান যা পিটিউটারি গ্ল্যান্ড সক্রিয় করে মেনপস কমাতে সাহায্য করে ।
৪)ফলিকেল স্টিমিউলেটিং হরমোন – এটি অভারিকে উত্তেজিত করে ডিম্বানুর অবস্থান ঘটায়ে ফলিকেলে ।
৫)হিউম্যান ক্রনিওনিক গনাডোত্রফিন–এটি ফল্লিকেলকে উত্তেজিত করে অভিউলেসানের জন্য ।
৬)ব্রমক্রিপ্টন – এটি শরীরের প্রল্যাক্তিন বাড়ায়ে এবং স্তন্য পানের সমস্যা থেকে দূরে রাখে ।
Photo – hedgefertility.com & health.com
Facebook Comments