২৫ শে ডিসেম্বর ক্রিশমাসের সাথে টালিউডের সুপারস্টার দেবের জন্মদিন। আর তার জন্য রয়েছে রুক্মিণীর সারপ্রাইজ। ভালোবাসার মানুষকে সারপ্রাইজ দিতে কার না ভালোলাগে। তেমন ভাবেই ভালোবাসার মানুষকে সারপ্রাইজে ভরিয়ে দিতে খামতি রাখেনি রুক্মিণী। ঠিক রাত ১২ টার পরেই একের পর এক সারপ্রাইজের আনন্দে মেতে উঠেছেন সুপারস্টার দেব। এবারের জন্মদিন পালন হলো শুটিং সেটেই। গোলন্দাজ সিনেমার শুটিংয়ের মাঝেই বিশেষ উপহার দিলেন রুক্মিণী। বিশাল একটি পোস্টারে দেবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রুক্মিণী নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কেক কাটার মুহূর্ত। ক্যাপশনে লিখেছেন, হ্যাপি বার্থডে মুচাধ।
রুক্মিণীর দেওয়া সারপ্রাইজের ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দেব। রুকমিনিকে ট্যাগ করে লিখেছেন “বছরের পর বছর তুমি সবসময় আমায় সারপ্রাইজ দিয়ে এসেছো। এবছরও টার অন্যথা হলো না। তুমি সবসময় আমার জন্য রয়েছো”রুক্মিণীর পাশাপাশি এখানকার ভক্তরাই শুধু নয় বাংলাদেশের অনুগামীরাও তাদের অভিনেতাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন।।
Facebook Comments