ডিএ-র দাবীতে চলছে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না ও অনশন। সেই মঞ্চেই এবার অনশনে বসলেন ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। একদিন অনশন করবেন তিনি। উল্লেখ্য, আন্দোলনকারীদের অনশন ৩৭ দিনে পড়ল এবং তাদের অবস্থান চলছে ৫১ দিন ধরে।
শনিবার সকাল ছয়টা নাগাদ ধর্না মঞ্চে পৌঁছে যান বিধায়ক।
এদিন অনশনে বসার আগে শারীরিক পরীক্ষা করা হয় তাঁর। তিনি জানান, আন্দোলনকারীদের দাবীগুলোকে তিনি সমর্থন করেন।
সংবাদমাধ্যমে আইএসএফ বিধায়ক বলেন, ‘অনশন করব আগেই বলেছিলাম, সেই মোতাবেক এখানে এসেছি। সূর্যাস্ত পর্যন্ত কোনও খাবার খাব না।’
তিনি বলেন, ‘সরকারের উচিত্ আলোচনায় বসে একটি সমাধান করা। মেলা বা বিভিন্ন জায়গায় অপাত্রে দান করা হচ্ছে অথচ সরকার দাবী করছে এই মুহূর্তে টাকা নেই।’ বিধায়কের কথায়, ‘অপাত্রে দান বন্ধ করে দিয়ে দেওয়া হোক, না হলে আন্দোলন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়বে।’
উল্লেখ্য, শনিবার গণ-অণশনের আহ্বান জানানো হয় যৌথ মঞ্চের তরফে। তাদের দাবী শুধু নওসাদ নয়, আরও অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের সঙ্গে যোগ দিতে পারেন।
প্রসঙ্গত, ডিএ-র দাবীতে সরকারি কর্মীদের ডিজিটাল স্ট্রাইক শুরু হয়েছে শনিবার থেকে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দফতরের হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনও নির্দেশ এলে তা মানা হবে না। নিজেদের ডেটা খরচ করেও করা হবে না দফতরের কোনও কাজ।
Facebook Comments