করোনা আবহে দেশজুড়ে চলা লকডাউনেরর তৃতীয় পর্যায়ে দেশজুড়ে মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে ।
পূর্ব মেদিনীপুর জেলা এখন রেড জোনের আওতায়। অথচ খুলে দেওয়া হয়েছে মদ দোকান গুলো। এমতবস্থায় পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। তাই মদ দোকান বন্ধের দাবিতে এদিন বিক্ষোভ দেখানো হোলো পাঁশকুড়া থানায়। এসইউসিআই(সি)দলের ছাত্র যুব মহিলা সংগঠনের পাঁশকুড়া আঞ্চলিক কমিটির সদস্যরা বিক্ষোভে ফেটে পড়ে।
পাঁশকুড়া পুরাতন বাজার যাত্রী প্রতীক্ষালয় থেকে সংগঠনের সদস্যরা নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখেই মিছিল করে পাঁশকুড়া থানায় গিয়ে বিক্ষোভ দেখায় ও ডেপুটেশন দেয়। অবিলম্বে মদ দোকান বন্ধ করার পাশাপাশি সমস্ত মানুষকে খাদ্য সরবরাহ, পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনা, বেআইনি মদ দোকান উচ্ছেদের দাবি জানানো হয়। বিক্ষোভে নেতৃত্বে দেন সিক্তা মাজি, স্নেহলতা সাউ, লক্ষীকান্ত সাঁতরা, সুমন্ত সী প্রমুখ।
বিক্ষোভকারীদের বক্তব্য, কোরোনা সংক্রমণ যখন দেশজুড়ে বেড়েই চলেছে, সেই সময়ই কেন্দ্র ও রাজ্য সরকার দেশি বিদেশি মদ দোকান খোলার অনুমতি দিয়েছে। ফলস্বরূপ মদ দোকানগুলোতে ব্যাপক ভিড়। কোনো রকম নিয়ম বিধি মেনে চলছেনা কেউই। এর ফলে ছড়িয়ে পড়তে পারে করোনা সংক্রমণ। কোটি কোটি মানুষ যখন লকডাউন পরিস্থিতিতে খাদ্য পাচ্ছেনা, পরিযায়ী শ্রমিকরা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে, দুর্ঘটনায় মারা যাচ্ছে, সেসময় সরকারের মদ দোকান খোলার জঘন্য সিদ্ধান্ত বরদাস্ত করা যায়না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছে সাধারণ মানুষও।
Facebook Comments