মন্ত্রীত্ব ছাড়লেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে এদিন মন্ত্রীত্ব ছাড়লেন প্রাক্তন ক্রিকেটার। তৃণমূলের হাওড়া জেলা সভাপতির পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। পাশাপাশি পদত্যাগ করলেন দলীয় পদ থেকেও। তবে বিধানসভার মেয়াদ সম্পূর্ণ করতে চান বলেও ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। নবান্ন সূত্রে খবর, তাঁর পাঠানো ইস্তফা গ্রহণ করা হবে। লক্ষ্মীরতন জানিয়েছেন, রাজনীতি থেকে অবসর চেয়ে পদত্যাগের সিদ্ধান্ত। লক্ষ্মীরতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে নাকি দাবী করেছেন, তিনি অন্য কোনও দলে যাবেন না, রাজনীতি থেকেই অবসর নিচ্ছেন। আবার ক্রিকেট মাঠে ফিরতে চান তিনি। কিন্তু ধোঁয়াশা থাকছেই কারণ লক্ষ্মীরতন রাজনীতি ছাড়লেও বিধায়ক পদ ছাড়ছেন না বরং জানিয়ে দিয়েছেন, বিধায়ক হিসেবে নিজের সময়সীমা শেষ করবেন।
স্বাভাবিক ভাবেই তার এভাবে মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করা নিয়ে রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে জোর জল্পনা। তিনিও কী শেষমেষ শুভেন্দুর পথেই হাঁটবেন? তবে তাঁর দল ছাড়ার প্রসঙ্গে সৌগত রায় বলেছেন, লক্ষ্মীরতন যদি সত্যিই মন্ত্রীত্ব ছেড়ে দেন, তবে তিনি দুঃখিত হবেন। তৃণমূলের কুণাল ঘোষ দাবী করেছেন, কেন ঠিক ভোটের আগে লক্ষ্মীরতন এভাবে দল ছাড়লেন তাঁরা জানেন না।
Facebook Comments