রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। রেশন দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার সকাল থেকেই মাঠে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যেই আট জায়গায় চলছে তল্লাশি অভিযান। এদিন মন্ত্রীর সল্টলেকের বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা।
রেশন দুর্নীতি তদন্তে সল্টলেকের বিসি ব্লকে বনমন্ত্রী জ্যোতিপ্রিয়র বাড়িতে ইডি। মন্ত্রীর আপ্ত সহায়কের বাড়িতেও হানা দিয়েছে ইডি।
রেশন দুর্নীতি মামলায় ফের ইডি-র হেভিওয়েট হানা। একসঙ্গে ৮ জায়গায় হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরের এমনটাই খবর। জানা যাচ্ছে সল্টলেকে মন্ত্রীর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি। বিসি নাগেরবাজারের দু’জায়গায় ইডি অভিযান। স্বামী বিবেকানন্দ রোডে মন্ত্রীর আপ্তসহায়কের জোড়া ফ্ল্যাটেও হানা। আপ্তসহায়ক অমিত দের ২টি ফ্ল্যাটে হানা। ভগবতী পার্কের একটি ফ্ল্যাটেও ইডি অভিযান।
সূত্রের খবর বাড়িতেই রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রীর বয়ান রেকর্ড করতে চায় ইডি। শিক্ষক নিয়োগ, পুর নিয়োগ, কয়লা ও গরু পাচারের পর এবার রেশন দুর্নীতিতেও কোমর বেঁধে তদন্ত নেমেছে ইডি। রেশন দুর্নীতিতে কি কোনোভাবে জড়িত প্রাক্তন খাদ্যমন্ত্রী? জানা যাচ্ছে, বাকিবুরের জেরায় মেলা ক্লুতেই এই হানা।
.
স্থানীয় সূত্রে খবর, আজ কাকভোরেই সিজিও কমপ্লেক্স থেকে একের পর এক গাড়ি বের হয় রেইডে। CRPF ক্যাম্প থেকেও জওয়ানদের নিয়ে পরপর একের পর এক হানা।
Facebook Comments