পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীরা খুব সহজেই আধার কার্ড,ভোটার কার্ড বানিয়ে ফেলছে, ঠিক এই জন্যই মমতা ব্যানার্জি CAA এর বিরোধিতা করছেন।
বুধবার কলকাতার ধর্মতলায় বিজেপির সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ‘যারা ওখান থেকে এসেছেন সেই হিন্দু ভাইবোনেদের ততটাই অধিকার, যতটা আমার আপনার অধিকার’।
পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীরা খুব সহজেই আধার কার্ড,ভোটার কার্ড বানিয়ে ফেলছে,ঠিক এই জন্যই মমতা ব্যানার্জি CAA এর বিরোধিতা করছেন।
– কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী @AmitShah জী#ShahErSongeSomabesh pic.twitter.com/jfAWri8Pwm
— BJP West Bengal (@BJP4Bengal) November 29, 2023
‘অনুুপ্রবেশ শিখরে পৌঁছেছে বাংলা। অসমের জনতা ভাজপা সরকার বানিয়েছে। অসম সীমান্ত এখন পাখিও পার করতে পারে না। আর বাংলায় সোশ্যাল মিডিয়ায় কেউ বলছে, অনুপ্রবেশ করে এলে, আধার কার্ড, ভোটার কার্ড বানাতে গেলে ওমুক নম্বরে ফোন করুন। বাংলার পুলিশ চুপ করে রয়েছে। আমাকে আপনারা বলুন, যে রাজ্যে এত অনুপ্রবেশ সমস্যা সেখানে কখনও উন্নয়ন হতে পারে? তাই মমতা বন্দ্যোপাধ্যায় CAA-র বিরোধিতা করছে। CAA লাগু করতে দিচ্ছেন না। কিন্তু আমি এই সভায় বলে যাচ্ছি। CAA দেশের আইন। একে কেউ রুখতে পারবে না। আমরা CAA লাগু করেই ছাড়ব’।
শাহের কথায়, ‘যারা ওখান থেকে এসেছেন সেই হিন্দু ভাইবোনেদের ততটাই অধিকার, যতটা আমার আপনার অধিকার’।
Facebook Comments