চোখের জলে প্রিয় ক্লাব বার্সেলোনাকে বিদায় জানালেন আন্দ্রে ইনিয়েস্তা। বার্সেলোনার হয়ে লা লিগার শেষ ম্যাচেও জয় দিয়েই ইনিংস শেষ হল কিংবদন্তী এই ফুটবলার। রিয়াল সোসিদাদের বিরুদ্ধে এই ম্যাচে ফিলিপ কুটিনহোর গোলে ১-০ ম্যাচে জিতল বার্সেলোনা। এদিনের ম্যাচে ক্যাম্প ন্যু ছিল পুরো ইনিয়েস্তাময়। ইনিয়েস্তাকে তার শেষ ম্যাচে সম্মান জানাতে ইনিয়েস্তার ৮ নম্বর জার্সি পরে সবাই এসেছিলেন মাঠে। নিজেদের প্রিয় তারকাকে বিদায় জানাতে গিয়ে চোখের জল বাঁধ মানেনি সমর্থক দের। আবেগ সামলাতে পারেননি ইনিয়েস্তা নিজেও। চোখের জল মুছতে মুছতেই ইনিয়েস্তা বলেন, “গত ২২ বছর ধরে বার্সেলোনার জার্সি পরে খেলতে পারার জন্য আমি গর্বিত। বার্সেলোনা সমর্থক দের কাছ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি তা বলে বোঝানো সম্ভব। এই ক্লাব এই সমস্ত সমর্থকরা চিরদিন আমার হৃদয়জুড়ে থেকে যাবে”।

ছবি সৌজন্যে-বার্সেলোনা এফসি ফেসবুক পেজ
Comments