ট্রেন্টব্রিজ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়টা ছিল সময়ের অপেক্ষা। ঘটলোও তাই। শেষ দিনে ইংল্যান্ডের শেষ উইকেটটা তুলতে কোহলিদের লাগল মাত্র ১৭ টা বল। ব্রিটিশদের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল ৩১৭ রানে। জেমস অ্যান্ডারসন রাহানের হাতে ক্যাচ দিয়ে আউট হতেই টেস্ট সিরিজে লড়াইয়ে ফিরলো ভারত। শেষ উইকেটটি তুলে নিলেন রবীচন্দ্রন অশ্বিন। বিরাটরা ম্যাচ জিতলেন ২০৩ রানের বিরাট ব্যবধানে। ৫ ম্যাচের সিরিজে এখন ইংরেজরা ২-১ এ। এজবাস্টন, লর্ডসে জঘন্য হারের পর ট্রেন্টব্রিজে কামব্যাক করলো কোহলি বাহিনী।
প্রথম ইনিংসে ৯৭, দ্বিতীয় ইনিংসে ১০৩ রান, দুই ইনিংস মিলিয়ে ২০০ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচ সেরার পুরস্কার নিতে উঠে ভারত অধিনায়ক এই জয়কে কেরালার বন্যা বিধ্বস্ত মানুষের প্রতি উৎসর্গ করলেন। আগামী ৩০ আগষ্ট থেকে সাউদাম্পটনে শুরু হচ্ছে সিরিজের চতুর্থ টেস্ট। সেখানে ভারত সমতা ফেরাতে পারলেই পঞ্চম টেস্টে সিরিজের ভাগ্য নির্ধারিত হবে।
ছবি সৌজন্যেঃ ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেসবুক
Comments