টি-টোয়েন্টির পর ক্রিকেটে আবার আসছে নতুন ফরম্যাট। এবার হবে ১০০ বলের ক্রিকেট ! যার কোড নাম দেওয়া হয়েছে ‘দ্য হানড্রেড’। যেখানে উভয় দল ১০০ বল করে খেলার সুযোগ পাবে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২০ সাল থেকে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে চালু করা হবে এই লিগ। এমনই চিন্তাভাবনা শুরু করেছে ‘ক্রিকেটের জন্মদাত্রী’ দেশ ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড ইসিবি। জনপ্রিয়তা পেলে তারপর হয়তো আন্তর্জাতিক ক্রিকেটেও শুরু হবে নতুন এই ফরম্যাট।
টেস্ট ক্রিকেটের উন্মাদনা কমে আসার পর দর্শকদের মাঠে ফিরিয়ে আনতে ২০০৩ সালে টি-টোয়েন্টি ক্রিকেট চালু করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সাফল্য মেলায় সেরকমই কম সময়ের ক্রিকেট ম্যাচের প্রচলন করতে চলেছে তারা। আটটি দল নিয়ে ঘরোয়া ক্রিকেটে ১০০ বলের ক্রিকেট শুরু হবে। যেখানে প্রত্যেক দল স্বাভাবিক নিয়মে ৯০টি বল অর্থাৎ ১৫টি ওভার খেলবে। আর একটি ওভার হবে ১০টি বলের। তবে এই ১০টি বল কখন, কিভাবে করা হবে সেটা এখনও পরিস্কার করে বলেনি ইংল্যান্ড বোর্ড। নতুন পরিকল্পনার বিষয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান টম হ্যারিসন বলেছেন, ‘এটা একটি নতুন ও উত্তেজনাপূর্ণ আইডিয়া, যা তরুণ দর্শকদের আকৃষ্ট করতে সক্ষম হবে।’
ছবি সৌজন্যেঃ NTV
Comments