আজ দিল্লীর আম্বেদকর স্টেডিয়ামে ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে 2-0 গোলে জিতে জয়ের সরণীতে ফিরল ইস্টবেঙ্গল । খেলার শুরু থেকে প্রতিপক্ষের উপর চাপ বাড়াতে থাকে জবি জাস্টিন – আল আমনারা । প্রথম একাদশে ফিরে লোবো মাঝমাঠে কার্যকরী ভুমিকা নেন । ১৩ মিনিটে বামপ্রান্তিক সাইডলাইনের কাছের ফ্রি-কিক থেকে দুরন্ত গোল করেন আল-আমনা । এরপরে আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে ইস্টবেঙ্গল । ফলস্বরুপ ,১৫মিনিটে জবি জাস্টিনের পাস থেকে পাওয়া বলে দুর্দান্ত গোল কাটসুমির । ২ গোলে পিছিয়ে পড়ে আর ম্যাচে ফিরতে পারেনি ইন্ডিয়ান অ্যারোজ । যদিও , গোলের ব্যাবধান বাড়াতে পারতেন রালতে , জবিরা । সকালের বিমানে দিল্লী থেকে গোয়া যাচ্ছে ইস্টবেঙ্গল । পরবর্তী ম্যাচ চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে , আটই জানুয়ারী ।
পরপর ২টি ম্যাচেই গোল করলে কাটসুমি উসা । নিজের ফর্ম নিয়ে স্বাভাবিক ভাবেই আনন্দিত ও তৃপ্ত শোনাল ওকে । বললেন , ‘ গোল করতে সকলেরই ভাল লাগে । আগের ম্যাচে গোল করলেও ৩পয়েন্ট আসেনি । আজ জিতে তাই বেশি ভাল লাগছে । ‘ সঙ্গে আরও যোগ করলেন , ‘ এবার সামনের দিকে তাকাতে হবে। চার্চিল ওদের ঘরের মাঠে খেলবে , গোয়ার গরমটা আমাদের বিপক্ষে যেতে পারে ।’ চার্চিল সম্পর্কে অধিনায়ক অর্ণব মন্ডল বললেন , ‘ ওরা আমাদের হোমম্যাচে আমাদের বিপক্ষে ভাল খেলেছে । তাই এবার বাড়তি সতর্ক থাকতে হবে । নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারলেই ৩পয়েন্ট আসবে’।
ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে জয়ে ফিরে ফুরফুরে মেজাজে খালিদ বললেন , ‘ ওরা ভাল খেলেছে । মাঠেও কঠোর পরিশ্রম করেছে । গোল করার চেষ্টাও করেছে । ওরা ভবিষ্যতে আরও ভাল খেলবে ‘ । ইস্টবেঙ্গল আরও গোলের ব্যবধান বাড়াতে পারত , এমনই বিশ্বাস লালহলুদ কোচের । যদিও সাংবাদিকদের জানালেন , ৩পয়েন্টের জন্য ২গোলই যথেষ্ট । গোলের ব্যবধান বাড়লে খারাপ হত না । ‘ প্লাজাকে প্রথম একাদশে রাখেননি ইস্টবেঙ্গল কোচ । পরে জানালেন , ‘ আমরা কোনও রিস্ক নিতে চাইনি । চিকিৎসক ওকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন । তাই সকলের সঙ্গে আলচনা করেই ওকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে । তবে পরবর্তী ম্যাচে ও খেলবেই । ‘ পরের অ্যাওয়ে ম্যাচ নিয়েও সোজাসাপটা লালহলুদ কোচ । ‘ চার্চিলম্যাচ খুব গুরত্বপূর্ণ হতে চলেছে । আইলিগের সব দলই সমান । ওদেরকে ওদের মাঠে হারানো কঠিন।’
ম্যাচের সেরা ফুটবলার হয়েছেন আল-আমনা । স্বাভাবিক ভাবেই উচ্ছসিত আমনার মন্তব্য, ‘ ভাল লাগছে , গোলটা করে তৃপ্ত । দলের ছেলেরাও খুব পরিশ্রম করছে । ওরা সাপোর্ট না করলে জেতা সম্ভব হত না । ‘ নিজের চোট সম্পর্কে আমনা বললেন , ‘ একটা টান ( ক্র্যাম্প) অনুভব করছিলাম । দুদিনের ব্যাবধানে ২টি ম্যাচ । স্বাভাবিক ভাবেই আমরা ক্লান্ত , তাই এধরনের চোট অস্বাভাবিক কিছু নয় । পরের ম্যাচেই মাঠে নামব ।’ আমনা আরও জানালেন , ‘ কাটসুমির গোলটার পর পুরো দলের আত্মবিশ্বাস বেড়ে গেছিল । তাই একটু গা ছাড়া ভাব এসেছিল । তবে আজ আমরা গোল খাওয়ার মত খেলিনি। কাল থেকে পরবর্তী ম্যাচ নিয়ে ভাবব।’
প্রথম একাদশ : ব্যারেটো , প্রকাশ , অর্ণব, এডু ,সালাম , লোবো( রফিক) , কাটসুমি , রালতে ,আমনা(চুল্লোভা) , বাজ্জো , জবি জাস্টিন।
Photograph by- নিজস্ব প্রতিনিধি
Facebook Comments