জয় দিয়ে কলকাতা প্রিমিয়ার লিগে নিজেদের অভিযান শুরু করল মহামেডান। গতকাল বারাসাত স্টেডিয়ামে বিদেশীহীন এফসিআই’কে ১-০ গোলে হারাল রঘু নন্দীর ছেলেরা। ৮১ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন অনূর্ধ্ব-১৪ ভারতীয় দলে খেলে আসা আগরপাড়ার প্রসেনজিৎ চক্রবর্তী। যিনি এখন মহামেডান সমর্থকদের কাছে নায়ক হয়ে গিয়েছেন। আসলে যেভাবে ৮০ মিনিট পর্যন্ত মহামেডান বিদেশীহীন এফসিআইয়ের কাছে আটকে গেল, তাতে পরবর্তী ম্যাচ গুলি নিয়ে কিছুটা আশঙ্কা থাকছেই। কোচ রঘু নন্দী ময়দানের পোড়খাওয়া। তিনি নিশ্চয় প্রথম ম্যাচে নিজের ছেলেদের ভুলগুলি খুঁজে পেয়েছেন। পরের ম্যাচে নামার আগে যেগুলো তিনি শুধরে নিতে চাইবেন অবশ্যই। ৮০ মিনিট পর্যন্ত গোল না আসায় চাপ যে বাড়ছিল তা স্বীকার করে নিয়েছেন রুঘু নন্দীও। বড় দলগুলির বিরুদ্ধে খেলতে নামলে এই মহামেডান কেমন লড়াই করে তা সময় এলেই দেখা যাবে। তবে কোচ রঘু নন্দী এদিন ম্যাচ শেষে জানালেন, “আমার টিমে একঝাঁক নতুন চেহারা। যারা এর আগে কোন বড় ক্লাবের জার্সি পড়েনি। তাদের অনভিজ্ঞতার কারণেই গোল আসতে এত দেরী হল”।
ছবি সৌজন্যে- মহামেডান স্পোর্টিং ক্লাব ফেসবুক পেজ
Comments