আজ মাঠে নেমেছে লাল হলুদ ও আইজল। একবার জেনে নেওয়া যাক কি ভাবে সাজানো হয়েছে দলকে।
গার্সিয়া বলছিলেন , ‘এই মাঠের টার্ফটা বারাসাতের থেকেও খারাপ । এখানে ফুটবলারদের চোট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় ।
খালিদ আরও বলেন , ‘ কাল জিততে হলে আমাদের দুশো শতাংশ দিতে হবে । জেতা ছাড়া কোনও উপায় নেই। আমরা নিজেরাই নিজেদের কাজটা কঠিন করে ফেলেছি । তবে , আমি আশাবাদী । আমাদের আরও পরিশ্রম করতে হবে ‘ ।
প্লাজা প্রসঙ্গে কোচের মন্তব্য , ‘ দলে কোনও চোট আঘাত নেই। প্লাজা শুরু থেকেই খেলতে পারে ।
দলের মিজোব্রিগেড প্রসঙ্গে কোচ জানান , ‘ ওদেরকে কাল গুরত্বপূর্ণ ভুমিকা নিতে হবে । ওরা খুব ভাল খেলছে । আরও দায়িত্ববাণ হতে হবে সকলকে । ‘
অধিনায়ক অর্ণবের মতে , ‘এখনও লিগে অনেককিছু হবে । আইজল ম্যাচে শুধু পয়েন্ট হারানো চলবে না । মির্নাভা নিয়ে ভাবলে চাপে পড়ে যাব । ওদের আমাদের বিপক্ষে এখনও দুটো ম্যাচ খেলতে হবে । আমরা পজিটিভ রেজাল্টে বিশ্বাসী ।’আমনার মন্তব্য , ‘ আমাদের কাছে এখন সব ম্যাচই ফাইনাল । ওদের আমাদের বিরুদ্ধে দুটো ম্যাচ খেলতে হবে । তাই এখনই ভেঙে পড়ার কিছু নেই । ম্যাচ বাই ম্যাচ আমরা এগোতে চাই।”
Photograph by- নিজস্ব প্রতিনিধি
Facebook Comments