এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে আবার স্বর্ণপদক। এবার কোয়াড্রাপল স্কালস রোয়িং-এ সোনা জিতল ভারতীয় রোয়িং দল। ভারতের পক্ষে সাওয়ান সিং, দাত্তু ভোকানাল, ওম প্রকাশ ও সুখমিত সিং ৬:১৭.১৩ মিনিটের সময় করে সোনা জেতেন। আজ শুক্রবার গেমসের ষষ্ঠ দিনে রোয়িং-এ থেকে ভারতের ঝুলিতে একাধিক পদক আসে। রোয়িং-এর স্কালস-এ আরও দু’টি ব্রোঞ্জ পদক আসে। রোয়িং-এর লাইটওয়েট সিঙ্গল স্কালস-এ ব্রোঞ্জ জেতেন দ্যুষ্মন্ত এবং লাইটওয়েট ডাবলস স্কালসে ব্রোঞ্জ আনেন রোহিত কুমার ও ভগবান সিং জুটি। কোয়াড্রাপল স্কালস রোয়িং-এ ভারতের শক্ত প্রতিপক্ষ ছিল আয়োজক দেশ ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড। এই বিভাগে ইন্দোনেশিয়া শেষমেশ দ্বিতীয় স্থান (৬:২০.৫৮) পায়। আর তৃতীয় স্থান অধিকার করে থাইল্যান্ড (৬:২২.৪১)। শেষ খবর পাওয়া পর্যন্ত এশিয়ান গেমসে ভারত মোট ২১টি পদক জয় করেছে। এর মধ্যে সোনা ৫টি, রুপো- ৪টি, ব্রোঞ্জ- ১২টি। পদক তালিকায় ভারত এই মুহূর্তে নবম স্থানে রয়েছে।
ছবি সৌজন্যেঃ দ্য হিন্দু
Comments