নিজেদের মাঠে খেলার অনুমতি চেয়ে ফেডারেশন কাছে আবেদন জানাল মোহনবাগান। যুবভারতীতে খেলা হলে অনেক সময়ই দর্শক আসছে না। খরচও বাড়ছে। সেই কারনেই নিজেদের মাঠকে বেঁছে নিলেন।
২৯ ডিসেম্বর, ও ২ জানুয়ারি দুটো ম্যাচ আছে সবুজ মেরুনের। সেই ম্যাচ নিজেদের মাঠেই হোক সেই আশা মোহনবাগানের। এই সিধান্তকে সমর্থন করেছে লালহলুদ। এই বিষয়ে দেবব্রত সরকার বলেন, “ আমরাও চাই মোহনবাগানের এই আবেদন গণ্য হোক। লাল- হলুদ খেলতে পারে ওই মাঠে”।
আই লিগের অধিকর্তা সুনন্দ ধর জানান, “ আমাদের উপর সব নির্ভর করছে না। যারা টিভিতে সম্প্রচার করবে তাদের সঙ্গে কথা বলা খুব দরকার। সেই সংস্থা বুঝতে পারবে মোহনবাগানের মাঠে সব কিছু সম্ভব কিনা”।
তাহলে ময়াদানে হবে আই লিগ?
Photograph by- mykhel.com
Facebook Comments