গত রাতেই পদত্যাগ করেছেন দলের কোচ। শুধু কি কোচের ব্যর্থতা ছিল? এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে সবুজ মেরুনের শিবিরে। 24ঘন্টাও হয়নি এখনও। উত্তর জানালেন বাগান কর্তা দেবাশীষ দত্ত, “এই হার শুধু কর্তা বা কোচের ব্যর্থতা নয়, এটা টিমের ব্যর্থতা৷ দায়টাও সকলকেই নিতে হবে৷”
একদিন ছুটির পর বৃহস্পতিবার ফের অনুশীলন করবে মোহনবাগান৷ নতুন কোচ বাছাই-এর চূড়ান্ত সিদ্ধান্ত বুধবারের মধ্যেই হয়ে যাবে বলে জানান দেবাশীষ৷ এও বলেন,”সাড়ে তিন বছরে তাঁর সাফল্যটাই আমরা মনে রাখতে চাই৷’
সভ্য সমর্থকদের মুখোমুখি হতে হয়েছে ময়দানের কোচেদের। কখনও “ক্যামবাক” আবার কখনও “গো ব্যাক” শুনতে হয়েছে। সঞ্জয় সেন উত্তরে জানান, “এটাই কলকাতা”। শোনা যাচ্ছে কোচের পদের যুদ্ধে এখনও পর্যন্ত এগিয়ে আছেন শঙ্করলাল। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা আর কিছুক্ষণ।
Photograph by- Debashis Dutta fb page
Facebook Comments