Latest News

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা অরুণ গুহঠাকুরতা What's New Life ৩০% কমিয়ে দেওয়া হল নবম-দ্বাদশ শ্রেণির সিবিএসই-র পাঠক্রম What's New Life ৯ জুলাই থেকে কনটেনমেন্ট জোনগুলিতে কড়া লকডাউন জারি What's New Life সোনা পাচার কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ল কেরলের বাম সরকার What's New Life আবার লকডাউন বিধাননগর, উঃ২৪ পরগণায় What's New Life 🇧🇩 বাংলদেশে করোনা🦠 আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ১.৭ লক্ষ What's New Life ৩৯ শে পা দিলেন ক্যাপ্টেন কুল 🏏 What's New Life 🇮🇩৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ What's New Life দেশজুড়ে করোনা🦠 আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৭ লক্ষ রাজ্যে প্রায় ২৩,০০০ What's New Life 🇺🇸 মার্কিন যুক্তরাষ্ট্রেও নিষিদ্ধ হতে যাচ্ছে চীনা অ্যাপ What's New Life

বিশ্বকে ২০% অক্সিজেন জোগান দেওয়া অ্যামাজনের এমন দুর্দশায় শঙ্কিত বি­শ্ববাসী, দূষছে ব্রাজিল প্রেসিডেন্টকেই

ভয়াবহ দাবানলে প্রায় তিন সপ্তাহ ধরে জ্বলছে বি­শ্বের সবচেয়ে বড় ম্যা­নগ্রোভ বনভূমি। ইতোমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে বনের বিস্তীর­্ণ অঞ্চল। গোটা পৃথিবীর ২০% অক্সিজেন জোগান দেওয়া বনের এমন দুর্দশায় শঙ্কিত বি­শ্ববাসী। আর এর জন্য ব্রাজিলের প্রেসিডেন্টকেই দুষছেন বেশিরভাগ মানুষ। এইনিয়ে মুখ খুলতে শুরু করেছেন বিশ্বনেতারাও।​
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ অ্যামাজনের দাবানল নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। বিষয়টিকে গুরুত্ব সহকারে আসন্ন জি-সেভেন সম্মেলনের আলোচনাসূচিতে অন্তর্ভূক্ত করার দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার (২৩ আগস্ট) এ ট্যুইটে ম্যাক্রোঁ বলেন, আমাদের ঘর পুড়ছে। এ গ্রহের ২০% অক্সিজেন উৎপাদন করা অ্যামাজন বনে আগুন লেগেছে। এটা আন্তর্জাতিক সঙ্কট। জি-সেভেনের সদস্যরা আসুন, দু’দিনের মধ্যে এ বিষয়ে জরুরি ভিত্তিতে প্রথমে আলোচনা করি।
অ্যামাজনের আগুন নিয়ে উদ্বেগ জানিয়েছেন জা­তিসংঘের মহাসচিব অ্যা­ন্তোনিও গুতেরেসও। বৃহস্পতিবার (২২ আগস্ট) এক ট্যুইটে তিনি বলে­ন, অ্যামাজন অগ্নিকাণ্ডে আমি গভীরভাবে উদ্বিগ্ন। জলবায়ু সঙ্কটের মধ্যেই অন্যতম প্রধান অক্সিজেনের উৎস ও জীববৈচিত্র্যের আরও ক্ষতি আমরা পোষাতে পারবো না। অ্যামাজন­কে অবশ্যই রক্ষা করতে হবে।

বিশ্বকে ২০% অক্সিজেন জোগান দেওয়া অ্যামাজনের এমন দুর্দশায় শঙ্কিত বি­শ্ববাসী, দূষছে ব্রাজিল প্রেসিডেন্টকেই

দোষ ব্রাজিলের প্রেসি­ডেন্টের?

ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে জেইর বোলসোনারো দায়িত্ব নেওয়ার পর থেকেই অ্যামাজন বন উজাড় কয়েকগুণ বেড়েছে বলে অভিযোগ পরিবেশবিদদের।
স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যমতে ব্রাজিলের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান (আইএনপিই) জানিয়­েছে, এবছর ব্রাজিলে আগুন লাগার ঘটনা গত বছ­রের চেয়ে প্রায় ৮০% বেশি। গত বছর এ সময়ে আগুন লেগেছিল ৪০০০০ বারের মতো। এবার এ সংখ্যা দাঁড়িয়েছে ৭২০০০ও বেশি, যার অর্ধেকই ঘটেছে অ্যা­মাজন অঞ্চলে। স্যাটেল­াইটের পাঠানো ছবিতেও ধরা পড়েছে বনের বিশাল অংশ উধাও হওয়ার চিত্র।
গত বছর নির্বাচনী প্র­চারণার সময় অ্যামাজনের অর্থনৈতিক সম্ভাবনা অনুসন্ধানের মাধ্যমে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন জেইর বোল­সোনারো। তার অনুপ্রের­ণাতেই পশুপালক, কৃষক, কাঠুরেরা গণহারে বনে আগুন লাগিয়েছে বলে দাবি পরিবেশবাদী সংগঠন­গুলোর।

ছবি সংগৃহিত

Facebook Comments

KOLKATA WEATHER
Thappad Shubh Mangal jyada Saavdhan Bhoot Love Aaj Kal Porshu Love Aaj Kal (लव आज कल 2) Professor Shonku Bombshell The Grudge অসুর রবিবার Sanjhbati
What's New Life