সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান(সিবিএসই)এর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা ফেব্রুয়ারি পর্ষন্ত হবে না। মঙ্গলবার শিক্ষকদের সঙ্গে আলাপচারিতায় জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। যদিও তিনি জানিয়েছেন, বোর্ডের পরীক্ষা পরে হতে পারে, তবে পরে কবে তা হবে তার কোনও ইঙ্গিত তিনি দেননি। সিবিএসই বোর্ডের পরীক্ষা কম সিলেবাসের ওপর হবে। পরীক্ষায় ৩৩ শতাংশ অভ্যন্তরীণ পছন্দ থাকবে। মোট সিলেবাসের ৩০ শতাংশ বাদ দেওয়া হবে। কিছু রাজ্য তা ঘোষণা করে দিয়েছে, অন্যগুলিও শীঘ্রই তা ঘোষণা করবে, অনলাইন আলাপচারিতায় বললেন মন্ত্রী। এই ওয়েবিনারটি ১৭ই ডিসেম্বর হওয়ার কথা ছিল, তবে তা স্থগিত হয়ে যায়, শিক্ষকদের ব্যাপক সাড়া পাওযা যাওয়ায়। প্রসঙ্গতঃ করোনাভাইরাস অতিমারীর কারণে দেশের বেশিরভাগ স্কুলই এই বছরের মার্চ থেকে বন্ধ আছে। এই ওয়েবিনারে কথা হয় পরীক্ষার তারিখ, প্রশ্নের প্যাটার্ন, সিলেবাস কমানো ও পরীক্ষার পদ্ধতি নিয়ে।
আগের একটি ওয়েবিনারে পোখরিয়াল বলেছিলেন, অতিমারী সত্ত্বেও সিবিএসই বোর্ডের পরীক্ষা লিখিত ভাবেই হবে। তিনি আরও বলেছিলেন, পরীক্ষার্থীদের সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও বাড়ানো হবে।
মন্ত্রী মঙ্গলবার জানিয়েছেন, দেশের ২৪ হাজার সিবিএসই স্কুলের মধ্যে অনেকগুলিই দুর্গম এলাকায়। তিনি বলেন, অনলাইন পরীক্ষার জন্য পড়ুয়দের একটি ল্যাপটপ ও ইন্টারনেট কানেকশনের প্রয়োজন আছে। তাই অনলাইনে পরীক্ষা হওয়া সম্ভব নয়।
দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে না ফেব্রুয়ারি পর্ষন্ত

Facebook Comments