বর্তমানে ভারত ও কানাডার সম্পর্কে অচলাবস্থা বিরাজ করছে। দুজনের সম্পর্ক খুব কঠিন পর্যায়ে যাচ্ছে। বর্তমানে মানুষের সবচেয়ে বড় উদ্বেগ ভিসা বন্ধ করা নিয়ে। ভারত সরকার এ বিষয়ে কড়া নজর রাখছে। পরিস্থিতির উন্নতি হলেই আবার ভিসা চালু করা হবে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই কথা বলেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর।
সংবাদ সংস্থা পিটিআই-এর মতে, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, “কয়েক সপ্তাহ আগে ভারত সরকার কানাডায় ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। ভারতীয় কূটনীতিকদের জন্য এই ধরনের সুবিধা চালিয়ে যাওয়া নিরাপদ নয়। তাদের ভিসা দেওয়ার জন্য কাজ করা হচ্ছে।” কিন্তু যাওয়া নিরাপদ ছিল না, তাই তাদের নিরাপত্তা ও নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে ভিসা দেওয়ার সুবিধা সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে।
VIDEO l "The (India-Canada) relationship right now is going through a difficult phase. Right now, the big concern which people have is on visas. Some weeks ago, we stopped issuing visas in Canada because it was no longer safe for our diplomats to go to work to issue visas. So… pic.twitter.com/MR6DomXcAh
— Press Trust of India (@PTI_News) October 22, 2023
পররাষ্ট্রমন্ত্রী বলেন, পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আমরা এই সুবিধা পুনরায় চালু করার জন্য কাজ করব।
সংবাদ সংস্থা এএনআই-এর মতে, বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, “কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করা ভিয়েনা কনভেনশনের সবচেয়ে মৌলিক দিক। এটি কানাডায় বিভিন্নভাবে চ্যালেঞ্জ করা হয়েছে। তিনি বলেছেন যে আমাদের মানুষ নিরাপদ নয়। সেখানে কূটনীতিকরা নিরাপদ নয়।
এদিকে ভারত বলেছিল যে কানাডায় যত ভারতীয় কূটনীতিক রয়েছে তার চেয়ে বেশি কূটনীতিক ভারতে মোতায়েন করেছে কানাডা। দুই দেশের মধ্যে বিরোধ বাড়তে থাকলে ভারত এ বিষয়ে কূটনীতিকের সংখ্যায় সমতা দাবি করেছিল।
এ বিষয়ে কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে কানাডিয়ান কূটনীতিকদের দেওয়া নিরাপত্তা প্রত্যাহার করার বিষয়ে ভারতের কথা ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’। এর বিনিময়ে কানাডা কোনো পদক্ষেপ নেবে না বলে জানিয়েছিলেন তিনি। এটাও বলা হয়েছিল যে কানাডায় বেড়াতে বা বসতি স্থাপন করতে আসা ভারতীয়দের এখনও স্বাগত জানানো হয়।
Facebook Comments