করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন লোকপাল সদস্য ও ছত্তিশগড় রাজ্যের প্রাক্তন প্রধান বিচারপতি অজয় কুমার ত্রিপাঠী। তার বয়স হয়েছিল ৬২। শনিবার ০২ মে রাত ৮টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। এর আগে এআইআইএমএসের ট্রমা সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল তাকে। সেখানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলেশনে ছিলেন। এপ্রিলের শুরুর দিকে করোনা আক্রান্ত হলে তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনিস্টিটিউ অব মেডিক্যাল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি। বিচারপতি অজয় কুমার ত্রিপাঠী ভারতের দুর্নীতিবিরোধী লোকপালের চার জুডিশিয়াল সদস্যের একজন ছিলেন।
করোনা আক্রান্ত হয়ে প্রয়াত বিচারপতি অজয় কুমার ত্রিপাঠী

Facebook Comments