বিগত তিনদিন ধরেই পেট্রোল-ডিজেলের দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী। আজও সেই ধারা অব্যাহত রেখে পেট্রোলের দাম লিটার প্রতি ২০ পয়সা এবং ডিজেলের দাম লিটার প্রতি ২৩ পয়সা হারে বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, গতকাল লিটার প্রতি পেট্রোলের দাম ১৭ পয়সা হারে বেড়ে ৮২.৬৬ টাকা প্রতি লিটার দরে পেট্রোল বিক্রি হয়েছে। ডিজেলের দামও ১৯ পয়সা হারে বেড়ে ৭২.৮৪ টাকা প্রতি লিটার দরে বিক্রি হয়েছে।
আজ সকালেই পেট্রোলের দাম আবারও বৃদ্ধি পাওয়াতে দিল্লিতে লিটার প্রতি পেট্রোল ৮২.৮৬ টাকা দরে বিক্রি হচ্ছে। ডিজেলের দামও বেড়ে ৭৩.০৭ টাকা হয়েছে। জ্বালানি তেলের দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়াতে গাড়ির মালিকেরা স্বভাবতই বেশ বিপাকে। উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে কিন্তু অপরিশোধিত তেলের দাম বেশ কমেছে। কিন্তু ভারতের বাজারে তেলের দাম কম হচ্ছে না। এই নিয়ে দেশে জোর বিতর্কেরও সৃষ্টি হচ্ছে।
Facebook Comments