বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজেপির তেমন কোনো মুখ নেই যার নেতৃত্বে গোটা নির্বাচনী লড়াই লড়া যেতে পারে। বিজেপির অন্দরমহল সূত্রে খবর, এই মুহূর্তে বিজেপি দল মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাউকে না দাঁড় করিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভোটের লড়াই লড়তে চাইছে। বিশেষত বিহারে মোদি ম্যাজিক যেমন ভাবে কাজ করেছে, বাংলার ক্ষেত্রেও তার অন্যথা হবে না বলেই বিজেপির রাজনৈতিক বিশ্লেষকদের আশা। ভোটের আগে তাই দিল্লি থেকে কেন্দ্রীয় নেতৃত্বরা বারংবার বাংলায় ভোট প্রচারের জন্য আসছেন।
বলতে গেলে কেন্দ্রীয় নেতৃত্বরাই বাংলায় বিজেপির ঘুটি সাজাচ্ছেন। এবার স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় আসতে চলেছেন। তবে কোনো রাজনৈতিক কর্মসূচি পালনে নয়, প্রধানমন্ত্রী বাংলায় আসছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে। সূত্রের খবর, আগামী ২৩শে ডিসেম্বর বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবস। ঐ বিশেষ দিনটি উপলক্ষে প্রধানমন্ত্রীকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে আগামী ২৪শে ডিসেম্বর বিশ্বভারতীতে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, করোনার জন্য এবছর বিশ্বভারতীতে পৌষ মেলার আয়োজন করা হচ্ছে না। প্রধানমন্ত্রীও তার এবারের বাংলা সফরে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন না। কয়েকটি সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করতেই বাংলায় আসছেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে।
Facebook Comments